খুলল নতুন গ্রন্থ বিপণি
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ক্রেতাদের ভিড়।—নিজস্ব চিত্র।
|
বইয়ের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এ বার শান্তিনিকেতনে নতুন গ্রন্থ বিপণি খুলল কলকাতার দে’জ প্রকাশনা সংস্থা। শনিবার ওই নতুন দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক নবনীতা দেবসেন। রতন পল্লির ‘কালো-র চায়ের দোকান’-এর পাশে একটি দোতলা ঘর সেজে উঠেছে প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ থেকে রামচন্দ্র গুহের ‘গাঁধী উত্তর ভারতবর্ষ’-এর মতো হরেক রকমের নানা বইপত্রে। নবনীতাদেবী বলেন, “খুব ভাল লাগছে। শান্তিনিকেতনে আরও একটা বইয়ের দোকান হল। কলেজ স্ট্রিটে নীচে বই আর ওপরে কফি হাউস। শান্তিনিকেতনেও এ বার নীচে চা আর ওপরে বই!” অনুষ্ঠানে ছিলেন সংস্থার কর্ণধার সুধাংশু শেখর দে, প্রচেত গুপ্ত, অমৃতসূদন ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট জন। প্রকাশনা সংস্থার পক্ষে সুধাংশুবাবু বলেন, “সব রকমের পাঠকের কথা ভেবে ঠাকুরপুকুর ও বর্ধমানের পরে এ বার আমরা শান্তনিকেতনেও একটি নতুন গ্রন্থ বিপণি খুললাম। ”
|
এপ্রিলে গাড়ির দাম বাড়াচ্ছে আরও কিছু সংস্থা
নিজস্ব প্রতিবেদন |
বাজেটে উৎপাদন শুল্ক বাড়ায় সম্প্রতি কিছু গাড়ির দাম বেড়েছে। আগামী এপ্রিলে সেই পথে হাঁটতে চলেছে আরও কিছু সংস্থা। হোন্ডা, হুন্ডাইর দাবি, ধোঁয়া নির্গমণ সংক্রান্ত তথ্য দিতে গাড়িতে নয়া যন্ত্রাংশ লাগাতে হবে। সেই খরচ সামলাতেই দাম বাড়বে। খরচ বাড়ার যুক্তিতে দাম বাড়ানোর কথা জানিয়েছে মার্সিডিস-বেঞ্জ, ফোর্ড-ও। প্রসঙ্গত, গাড়ির ধোঁয়ার দূষণ নিয়ে ২০১০-এ জারি করা এক নির্দেশে সড়ক পরিবহণ মন্ত্রক বলে, ২০১৩-র ১ এপ্রিল থেকে নতুন ‘ওবিডি টু’ (অন বোর্ড ডায়াগনস্টিক) বিধি মেনে ব্যবস্থা নিতে হবে সব সংস্থাকে। সাধারণ ভাবে গাড়ি -গুলিকে একটি দূষণ বিধি মেনে চলতে হয়, যা নির্ভর করে নির্গত ধোঁয়ার উপর। তা দূষণ মাত্রার বেশি হলে এ বার সেটা গাড়ির ‘ডিসপ্লে প্যানেল’-এ ফুটে উঠবে। ১ এপ্রিল থেকে তৈরি সব গাড়িতে ওই বিধি কার্যকর হবে। হোন্ডা কার ইন্ডিয়া-র অন্যতম কর্তা জ্ঞানেশ্বর সেন জানান, ওই খাতে খরচ বাড়ায় তাঁরা ১ এপ্রিল থেকে গাড়ির দাম ২% পর্যন্ত বাড়াবেন। দাম কতটা বাড়বে তা স্পষ্ট না করলেও, একই পথে চলার ইঙ্গিত দিয়েছেন হুন্ডাই কর্তা রাকেশ শ্রীবাস্তব। খরচ বাড়ায় মার্সিডিজ-বেঞ্জও এপ্রিল থেকে এ দেশে তৈরি করা সব গাড়ির দাম ১-৪% বাড়াচ্ছে। অন্য দিকে, উৎপাদন শুল্ক বাড়ায় ‘এনডেভার’-এর দাম বাড়াচ্ছে ফোর্ড ইন্ডিয়া। একই কারণে কিছু গাড়ির দাম ১৫% পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে অডি।
|
তেল সংস্থাকে ভর্তুকি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নগদে বাড়তি ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা জানাল কেন্দ্র। ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিন বিক্রি করতে গিয়ে তারা যে লোকসান গুনছে, সেটা পুষিয়ে দিতেই এই সিদ্ধান্ত। আগামী মাসেই এই টাকা দেওয়া হতে পারে বলে রবিবার জানিয়েছেন কেন্দ্রীয় তেল সচিব বিবেক রাই। এই অর্থবর্ষে ইতিমধ্যেই সংস্থাগুলি ৫৫,০০০ কোটি টাকা পেয়েছে কেন্দ্রের থেকে। কিন্তু তা সত্ত্বেও কম দামে জ্বালানি বেচার কারণে অর্থবর্ষ শেষে ক্ষতি ১,৬১,৩৪৩ কোটিতে দাঁড়াবে বলে দাবি সংস্থাগুলির।
|
কলকাতা-হংকং উড়ান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্যাথে-প্যাসিফিক বিমান সংস্থার সহযোগী ড্রাগন এয়ার গত বছরই কলকাতা-হংকং রুটে উড়ান চালু করেছে। সপ্তাহে চার দিন চালাচ্ছে এয়ারবাস ৩২০ বিমান। সংস্থার আশা, গ্রীষ্মে যাত্রী বাড়বে। তাই, ১৫ মে থেকে ১০ জুন এই রুটে তুলনায় বড় এয়ারবাস ৩৩০ বিমান চালাবে তারা। যাতে বিজনেস শ্রেণির আসন ৪০টি। সাধারণ শ্রেণির ২৬৫টি। মোট আসন বাড়বে ১৪০টি।
|
আগামী ৩০ ও ৩১ মার্চ খোলা থাকছে দেশের সব আয়কর দফতর। শনি ও রবিবার হওয়া সত্ত্বেও ওই দু’দিন রিটার্ন জমা এবং কর সংক্রান্ত কাজগুলি সারা যাবে। আয়করদাতার সুবিধার জন্য খোলা হবে বাড়তি কাউন্টারও। |