কাতারে যাবেন হামিদ কারজাই
সংবাদসংস্থা • কাবুল |
কাতারে যাবেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। পশ্চিম এশিয়ার ওই দেশেই রয়েছে তালিবানের প্রতিনিধিদের অফিস। ওই প্রতিনিধিদের নিয়ে কাতারের আমিরের সঙ্গে কথা বলবেন তিনি। তবে তালিবানের সঙ্গে তাঁর কথা হবে কি না তা জানা যায়নি। ২০১৪ সালে আফগানিস্তান ছাড়তে চায় মার্কিন বাহিনী। তার আগে কারজাই ও তালিবানের মধ্যে একটি সমঝোতা তৈরির চেষ্টা করছে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার কয়েকটি দেশ। সেই উদ্দেশ্যেই কাতারে প্রতিনিধি অফিস খুলেছে তালিবান।
|
পাকিস্তানের দায়িত্বে প্রাক্তন বিচারপতি
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী হলেন প্রাক্তন বিচারপতি মীর হাজার খান খোসো। রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। পাকিস্তানের আইনসভা ও সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে ভোটের সময়ে দেশের দায়িত্বে থাকে তদারকি সরকার। তদারকি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন করার দায়িত্ব থাকে বিদায়ী প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা এবং সব রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত একটি আইনসভা- কমিটির উপরে। তারা সিদ্ধান্ত নিতে না পারলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে শেষ পর্যন্ত কমিশনকেই সিদ্ধান্ত নিতে হয়েছে। সততার জন্য পরিচিত খোসো বালুচিস্তান হাইকোর্ট ও ফেডারেল শরিয়তি কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তিনি জানিয়েছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল নয়। কিন্তু নির্বাচন ঠিক সময়েই হবে।
|
ধনকুবের মৃত
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনের বাড়িতে পাওয়া গেল রুশ ধনকুবের বরিস বেরেজোভস্কির দেহ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিরোধের ফলে ২০০০ সালে ব্রিটেনে আসেন বরিস। ২০০৩ সালে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পান তিনি। বরিসের ব্যবসা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। একাধিক বার তাঁকে খুন করার চেষ্টাও হয়েছে। ঠিক কেন তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও কিছু জানায়নি ব্রিটিশ পুলিশ।
|
মোদীর সমর্থনে
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
হোয়ার্টন বিশ্ববিদ্যালয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানিয়েও পরে তা প্রত্যাহার করার প্রতিবাদে রবিবার পেনসিলভানিয়ায় মিছিল করলেন ২০০ জন ভারতীয়-মার্কিন। “মোদীকে চাই” বলে ব্যানারও দেখা গিয়েছে তাঁদের হাতে। আন্দোলনকারীদের অধিকাংশই নিউ ইয়র্ক বা নিউ জার্সির বাসিন্দা।
|
মুক্তিযুদ্ধে সাহায্য ও সহমর্মিতার জন্য বেশ কিছু ব্যক্তি ও সংগঠনকে সম্মান জানাল বাংলাদেশ। রবিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাপকদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন, প্রয়াত জ্যোতি বসু ও প্রয়াত জেনারেল জগজিৎ সিংহ অরোরা। জ্যোতি বসুর পক্ষে পদক গ্রহণ করেন প্রতিনিধি তমাল ভট্টাচার্য। |