ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ভদ্রেশ্বর থানার ওসি দেবনাথ সাধুখাঁকে পুনর্বহাল করা হল তাঁর পদে। তৃণমূল-সমর্থিত এক প্রভাবশালী ব্যবসায়ীর রোষে বদলি হতে হয়েছে তাঁকে, শনিবার এই খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হতেই তাঁকে আবার পুরনো পদের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। জেলা পুলিশের একাংশ মনে করছে, এর ফলে সম্মানরক্ষার লড়াইয়ে জিতল পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ জেলা পুলিশের বিশেষ দূত (স্পেশাল ম্যাসেঞ্জার) দেবনাথবাবুর ঘরে যান ফের ভদ্রেশ্বর থানার ওসি-র দায়িত্ব নেওয়ার বার্তা নিয়ে। ওই নির্দেশ পেয়েই তিনি এক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে সটান চলে আসেন ভদ্রেশ্বর থানায়। ফের ওসি-র চার্জ বুঝে নেন থানার মেজবাবুর কাছ থেকে। আর এর সঙ্গেই শেষ হয় পুলিশ-নেতা স্নায়ু যুদ্ধের।
কেন বদলি হতে হয়েছিল দেবনাথবাবুকে? ভদ্রেশ্বরের শ্বেতপুর মোড়ে একটি সরকারি পার্ক-লাগোয়া প্রায় ৪৪ বিঘা জমি কিনে একটি প্লাইউড তৈরির কারখানা-সহ দু’টি প্রকল্প তৈরির পরিকল্পনা করেন কলকাতার এক শিল্পপতি। জমিতে কাজ শুরুর দিনেই তৃণমূল-প্রভাবিত ‘ইউনিক’ সিন্ডিকেটের সদস্যেরা এসে কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি ছিল, এই অঞ্চলে বাইরের সংস্থা কাজ করতে পারবে না। নির্মাণকারী সংস্থার তরফে গোটা বিষয়টি এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষের কাছে জানানো হয়। |
এসডিপিও-র নির্দেশে দেবনাথবাবু সমস্যা মেটানোর জন্য সিন্ডিকেটের মাথা, তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী তুষার ঘোষকে ডেকে পাঠান। দেবনাথবাবুকে বদলির হুমকি দেন তুষারবাবু। তার পরেই ওসি-র পদ থেকে সরিয়ে দেবনাথবাবুকে এনফোর্সমেন্ট শাখায় সরিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে জেলা পুলিশের অন্দরে ঝড় ওঠে। জেলা পুলিশ সূত্রের খবর, দেবনাথবাবুকে অন্য থানায় দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু হলেও, পুলিশেরই একটি মহল থেকে বাধা আসে। এ ভাবে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের অঙ্গুলিহেলনে পুলিশ বদলি হবে, তা মেনে নিতে পারছিলেন না বেশ কিছু পুলিশ অফিসার। তাঁরা আপত্তি তোলেন, এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি চূড়ান্ত ভাবে বিঘ্নিত হবে। পুলিশকে কেউ মানবে না।
এর মাঝেই ভদ্রেশ্বর থানার ওসি-র নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার অরূপ ভৌমিক তারকেশ্বরের সার্কেল ইনস্পেক্টরের পদে উন্নীত হয়ে যান। তাই আবার ভদ্রেশ্বর থানার ওসি-র পদ শূন্য হয়ে যায়। কিন্তু দেবনাথবাবুর সঙ্গে যা ঘটেছে, তারপর কোনও অফিসার সেখানে ওসির দায়িত্ব নিতে চাইছিলেন না। বাধ্য হয়ে থানার সেকেন্ড অফিসারকে দায়িত্ব বুঝিয়ে চলে যান অরূপবাবু।
পুলিশ সূত্রের খবর, শনিবার তুষার ঘোষের হুমকির জেরে ওসি বদলির খবর প্রকাশিত হতে সরাসরি রাজ্য পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে হুগলির পুলিশ সুপারের কাছে নির্দেশ যায়, দেবনাথবাবুকেই ফের ভদ্রেশ্বর থানার ওসি হিসেবে ফিরিয়ে আনতে হবে। জেলা বা রাজ্য পুলিশের কোনও কর্তা অবশ্য এ নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি।
এ দিকে, ওই সিন্ডিকেটকে সামনে রেখে দলের যাঁরা শিল্পপতিকে কাজে বাধা দিচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্বও। দলের জেলা সভাপতি তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, “যাঁরা শিল্পে বাধা দিচ্ছিলেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে। সিন্ডিকেট আর দল দুটো এক সঙ্গে করা যাবে না। একটা ছাড়তে হবে।”
|