ছিনতাই করা টাকাপয়সার ভাগ বাটোয়োরা নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জান আলি মির্ধা (৩৩)। তার বাড়ি ইলামবাজার থানা এলাকার পরাণচক গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই কয়েকজন ধরা পড়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই শনিবার সকালে কাঁকরতলা থানার এলাকার পাতারির জঙ্গলের কয়লার একটি পরিত্যক্ত খাদান থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, ওই যুবককে খুন করে কয়েকদিন আগেই ওখানে ফেলা দেওয়া হয়।
গত ৬ মার্চ রাতে বোলপুর-নানুর রাস্তায়, মোহনপুরের কাছে একটি পিকআপ ভ্যান আটকে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। বোলপুরের এক ওষুধ ব্যবসায়ীর চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালায় একদল দুষ্কৃতী। ওই ঘটনার যৌথ ভাবে তদন্ত শুরু করে জেলাপুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন টিম ও বোলপুর থানা। প্রথমেই পুলিশ ওই পিক আপভ্যান চালককে গ্রেফতার করে। পরে বোলপুর ও ইলামবাজার থানা এলাকা থেকে শেখ রহিম ও শেখ তমাল নামে আরও দু’জন ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, ওই তিন জন ধরা পড়ার পরেই বোলপুরের ছিনতাইয়ের ঘটনায় জান আলি মির্ধার যুক্ত থাকার কথা জানতে পারে পুলিশ। কিন্তু তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপরে শুক্রবারই কাঁকরতলা থানা এলাকা থেকে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পেয়ারা রুইদাস ও উজ্জ্বল ডোম নামে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “কাঁকরতলা থানা এলাকা থেকে ধৃতদের জেরা করেই জান আলি মির্ধার মৃতদেহের খোঁজ মিলেছে। প্রাথমিক তদন্ত মনে হচ্ছে, নিজেদের মধ্যে ছিনতাই করা টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারার জেরেই এই খুন।” দেহটিকে ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। |