আগ্নেয়াস্ত্র-সহ এক মাওবাদী স্কোয়াড সদস্যকে বাঁকুড়ার বারিকুল থেকে গ্রেফতার করার দাবি করল পুলিশ। শনিবার ভোরে বারিকুলের হিজালি গ্রামের জঙ্গল থেকে ধরা হয় বেলপাহাড়ি থানার শ্যামনগর গ্রামের গোবিন্দ সিং ওরফে শ্যামল। পুলিশের দাবি, হরেন বাস্কে নামের এক সিপিএম নেতা খুনের ঘটনায় তিনি অন্যতম অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে বেলপাহাড়ি থানায় ১৩টি নাশকতামূলক ঘটনায় যুক্ত থাকারও অভিযোগ রয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমারের দাবি, “ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও চারটি কার্তুজ মিলেছে। খাতড়া আদালত তাঁকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।
|
এক সিপিএম নেতার বাড়ি থেকে একটি মাস্কেট উদ্ধার করল পুলিশ। আজিজুল হক মোল্লা সাহাপুরের প্রাক্তন প্রধান। পুলিশের দাবি, শুক্রবার রাতে কুইছা গ্রামে তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। পুলিশ ওই নেতা আর তাঁর ছেলেকে ধরেছে। সিপিএমের দাবি, নেতাকে ফাঁসানো হয়েছে।
|