|
|
|
|
লক্ষ্মীদের দুর্ভোগ চলছেই |
মাঝপথে বাস ঘুরিয়ে এ বার ফেরত কলকাতায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চরম ভোগান্তি বললেও কম বলা হয়। রাঁচিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরের পর্বে যে এত দুর্ভোগ বাংলা ক্রিকেটারদের জন্য অপেক্ষা করে আছে, বোঝা যায়নি।
ঘটনাটা কী?
ফ্লাইট বুকিং নেই। ট্রেনেও টিকিট পাওয়া যায়নি। সিএবি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে লক্ষ্মীরতন শুক্লদের বাসে করে রাঁচি পাঠানোর ব্যবস্থা করেছিল। নির্ধারিত যাত্রাসূচি মেনে শনিবার সকালে বাসে উঠেও পড়ে বাংলা টিম। ঘণ্টাপাঁচেক ট্র্যাভেল করে আসানসোল পৌঁছনোর পর আচমকাই ফোন আসে যে রাঁচি নয়, ম্যাচ হবে ইনদওরে! বাকি টিমগুলো কেউই রাঁচির ফ্লাইট বুকিং পাচ্ছে না। যেতে প্রবল অসুবিধায় পড়ছে। মুস্তাক আলি-র পরের পর্ব তাই আর রাঁচি নয়। বোর্ড সেটাকে বদলে দিয়েছে ইনদওরে।
যে খবর মোটামুটি বিনা মেঘে বজ্রপাত হিসেবে উপস্থিত হয় লক্ষ্মীদের কাছে। এমনিতেই কলকাতা থেকে রাঁচি বাসে সাড়ে সাত ঘণ্টার ধাক্কা। কিন্তু সেখানে তো পৌঁছনো গেলই না, উল্টে মাঝপথ থেকে ফের বাস ঘোরাতে হল। সন্ধের দিকে বাংলা ক্রিকেটাররা যখন শহরে ঢুকলেন, ক্লান্তিতে রীতিমতো কাহিল অবস্থা। বোর্ডের আচমকা ম্যাচ কেন্দ্র বদল নিয়ে কেউ কোনও মন্তব্য করছেন না। কিন্তু ভিন রাজ্যের টিমের কোনও কোনও ক্রিকেটার রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন রাঁচিতে বোর্ডের ম্যাচ ফেলা নিয়ে।
পরিবর্তিত পরিস্থিতিতে, আজ রবিবার ইনদওর যেতে হচ্ছে বাংলা ক্রিকেটারদের। এ বার অবশ্য ফ্লাইটেই ব্যবস্থা করা হয়েছে। ম্যাচের দিন ২৪ মার্চের বদলে ২৬ মার্চ। বাংলা শিবিরে এই চরম ভোগান্তি ছাড়া দু’টো খারাপ খবর। অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল জ্বরে ভুগছেন। গ্রুপ পর্বের ম্যাচে তিনি জ্বর নিয়েই খেলেছেন। ঋদ্ধিমান সাহার আবার জ্বর আর পেটের গণ্ডগোল। রবিবার বাংলা দু’দফায় ইনদওর যাচ্ছে। |
|
|
|
|
|