দেশের জার্সিতে ফের মেসি-ম্যাজিক
বিশ্বকাপের রাস্তা কঠিন রোনাল্ডোর
লা লিগার রেষারেষি সাময়িক মুলতুবি রেখে দু’জনেই নেমেছিলেন দেশের জার্সি গায়ে। শুক্রবার রাতে এক জন পারলেন। অন্য জন পারলেন না।
ভেনেজুয়েলার বিরুদ্ধে ২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে লিওনেল মেসি নিজে গোল করলেন, করালেনও। ৩-০ জিতে দক্ষিণ আমেরিকার গ্রুপে শীর্ষ স্থানটা দখলে রেখে দিল আর্জেন্তিনা। অন্য দিকে, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জাতীয় জার্সিতে সে ভাবে জ্বলে উঠতে না পারায় ইজরায়েলের সঙ্গে ৩-৩ করে নিজেদের উপর চাপ বাড়িয়ে তুলল পর্তুগাল। পরিস্থিতি এমন, আগামী বছর ব্রাজিলে রোনাল্ডোদের আদৌ দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। গ্রুপে পর্তুগাল আপাতত তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে এক নম্বরে আছে রাশিয়া। পাঁচটি করে ম্যাচ খেলে পর্তুগাল এবং ইজরায়েল দু’দলেরই পয়েন্ট আট। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে ইজরায়েল।
সদ্য আলফ্রেদো দি’স্তেফানো ট্রফি জিতে লা লিগার সেরা হয়েছেন রোনাল্ডো। শুক্রবার কিন্তু পর্তুগালের জার্সিতে সেই চেনা ছন্দে পাওয়া গেল না সিআর সেভেনকে। উল্টে মাথা গরম করে হলুদ কার্ড দেখে বসলেন। ফলে মঙ্গলবার আজারবাইজানের বিরুদ্ধে তিনি নামতে পারবেন না। যা পর্তুগাল কোচ পাওলো বেন্তোর দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে। অন্য দিকে, মেসি দেশের জার্সিতেও ছিলেন অপ্রতিরোধ্য। ২৯ মিনিটে মেসির পাস থেকে গঞ্জালো ইগুয়াইনের গোল আর্জেন্তিনাকে এগিয়ে দেয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে মেসি ২-০ করেন। দ্বিতীয়ার্ধে মেসি-ইগুয়াইন জুটির দাপটে তৃতীয় গোলটি পেয়ে জয় নিশ্চিত করে আর্জেন্তিনা।
তেল আভিভে আবার ম্যাচের প্রথম দু’মিনিটের মাথায় ব্রুনো আলভেজের গোলে এগিয়ে গিয়েও সত্তর মিনিটে ৩-১ পিছিয়ে ছিল পর্তুগাল। তবে হেলদার পোস্তিগা এবং ফাবিও কোয়েন্ত্রাও পর পর গোল করে কোনও রকমে ড্র নিশ্চিত করেন। ম্যাচের শেষে পর্তুগাল কোচ পাওলো বেন্তো স্বীকার করেছেন, তাঁদের কাজটা ক্রমশ কঠিন হচ্ছে। বলেন, “আমাদের পক্ষে মূলপর্বে ওঠা কঠিন হয়ে গেল।”
এ দিকে, বেলফাস্টে প্রচণ্ড তুষারপাতের ধাক্কায় চব্বিশ ঘণ্টা পিছিয়ে দিতে হল রাশিয়া-নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচ। তবে একই রকম পরিস্থিতির মধ্যে খেলে যুক্তরাষ্ট্র ১-০ হারাল কোস্তারিকাকে। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড-ওয়েন রুনিরা আবার সান মারিনোকে তাদের ঘরের মাঠে গিয়ে আট গোল দিলেন। জার্মেন ডেফো, ল্যাম্পার্ড-সহ গোল পেলেন রুনিও। আপাতত নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের তিকিতাকা জাদু বিস্ময়কর ভাবে আটকে গেল দুর্বল ফিনল্যান্ডের সামনে। ম্যাচ ড্র হয় ১-১। স্পেনের হয়ে নিজের একশোতম ম্যাচে গোল পেলেন সের্জিও র‌্যামোস। গ্রুপ আই-এ জর্জিয়াকে ৩-১ হারিয়ে ফ্রান্স উঠে এল শীর্ষস্থানে। দু’নম্বরে নেমে গেল স্পেন। অন্য দিকে টমাস মুলার, বাস্তিয়ান সোয়াইনস্টাইগার ও মারিও গোটজের গোলে জার্মানি ৩-০ কাজাখস্তানকে হারাল ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.