‘কিং কোবরা’র বিষ নেই, আজ ভরসার নাম টোলগে
স্ট্রেলীয় স্ট্রাইকারের দায়বদ্ধতাই কি করিম বেঞ্চারিফাকে নিশ্চিন্ত রাখছে?
রবিবার থেকে শুরু হচ্ছে আই লিগে ১৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাগানের নতুন পালা ‘মিশন অবনমন’। ছয় সপ্তাহে ১১ ম্যাচের এই এপিসোডে চিত্রনাট্য একটাই। ঘাড়ে চেপে বসা অবনমনের ভূতকে ঝেড়ে ফেলতে হবে। টোলগে-নবিরা যদি সেই চিত্রনাট্যের শাহরুখ-সলমন হন, তা হলে পরিচালক অবশ্যই করিম বেঞ্চারিফা।
কল্যাণীতে সেই ভূত তাড়ানোর প্রথম এপিসোডেই করিমের প্রতিপক্ষ আর্থার পাপাসের পৈলান অ্যারোজ। ১৯ ম্যাচের পর যাদের পয়েন্ট ১৯। সেই অ্যারোজের বিরুদ্ধে নামার আগে এক সঙ্গে রক্তচক্ষু দেখাচ্ছে একাধিক ফ্যাক্টর— চোট-আঘাত, গরম, বিপক্ষের তারুণ্য। মোহনবাগান কোচ তা সত্ত্বেও নির্বিকার। করিম বলছেন, “সামনে চ্যালেঞ্জের পাহাড়। কিন্তু পেশাদার কোচকে তা নিয়েই চলতে হয়।”
ব্যারেটো জমানার পর বাগানে যিনি শীত, গ্রীষ্ম, বর্ষার ভরসা সেই ওকোলি ওডাফা জ্বর সারিয়ে উঠলেও দুর্বলতার কারণে খেলছেন না। মানে আজ ‘কিং কোবরা’র বিষ নেই। রক্ষণে নেই নির্মল ছেত্রী। সর্দি-জ্বরে কাবু আইবর। ওডাফার পরিবর্তে যিনি করিমের তুরুপের তাস হতে পারেন, সেই টোলগেও কাবু গোড়ালির ব্যথায়। পৈলানের বিরুদ্ধে খেলবেন? টোলগের দায়বদ্ধ উত্তর, “ওডাফা নেই। দলের এই চরম পরিস্থিতিতে বসে থাকা যায় নাকি? কোচকে বলেছি আমি তৈরি।”
আর টোলগের কোচ করিম বলছেন, “হাঁটতে গেলে ওর সামান্য লাগছে। অনুশীলনে নামতে দিলাম না। আশা করি মাঠে নামতে পারবে।”
কল্যাণী স্টেশন সংলগ্ন ‘এ’ ব্লকের মাঠে এ দিন অনুশীলনের শুরুতে পায়ে বরফ বেঁধে প্রথমে বসে ছিলেন টোলগে। পরে ফিজিও জোনাথনকে ডেকে নিয়ে হালকা স্ট্রেচিং সেরেই হাঁটতে হাঁটতে চক্কর দিলেন গোটা মাঠ। বিপক্ষ সম্পর্কে মোহনবাগান কোচের মূল্যায়ন, ‘আই লিগের তরতাজা আর দৌড়বাজ দল। শিল্ডে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ হারলেও ভাল খেলেছে। সহজে ছাড়বে না।’ মোহনবাগান শিবিরে তাই রহিম নবিকে রেখে একাধিক অঙ্ক। দলের স্বার্থে যে কোনও জায়গায় খেলতে অভ্যস্ত নবিকে কোথায় ব্যবহার করবেন কোচ? রক্ষণ, মাঝমাঠ না আক্রমণে? নবি বলছেন, “মোদ্দা কথাটা হল তিন পয়েন্ট। সেটাই দরকার। ওরা মাটিতে বল রেখে খেলে। তাই রক্ষণটা আঁটোসাঁটো রাখতে হবে।” এ দিন অনুশীলনে অবশ্য তিন জায়গাতেই নবিকে খেলিয়ে দেখে নিলেন করিম।
মোহনবাগান শিবিরের ভিতরের খবর, ৪-৩-৩ ছকে টোলগে, মণীশ ভার্গবের সঙ্গে আক্রমণে নবিকে রেখেই দল সাজাচ্ছেন কোচ। মাঝমাঠে ডেনসন-এর সঙ্গী কুইনটন, জুয়েল। পিছনে আইবর, ইচে, মেহরাজ, বিশ্বজিতের রক্ষণ। গোলে অরিন্দম।
বিপক্ষ পৈলান অ্যারোজ লিগে এই প্রথম নামবে মোহনবাগানের বিরুদ্ধে। তাদের কোচ আর্থার পাপাস ওডাফার না থাকাটাকেই নিশানা বানাচ্ছেন। তবে তাঁর দলেও নেই মাঝমাঠ এবং আক্রমণের দুই ভরসা প্রণয় হালদার এবং অলউইন জর্জ।
যা শুনে করিম বলছেন, “ওদের হারানোর কিছু নেই।” আর কল্যাণীতে দুপুর দুটোয় চাঁদিফাটা রোদ্দুরে ম্যাচ? এই প্রশ্নেও নির্বিকার মোহন কোচ বলছেন, “ওদেরও তো খেলতে হবে। সব কিছু উড়িয়ে জয় চাই যে কোনও মূল্যে।”

রবিবার আই লিগে

মোহনবাগান-পৈলান অ্যারোজ (কল্যাণী, ২-০০)
ডেম্পো-স্পোর্টিং ক্লুব দ্য গোয়া (মারগাও, ৪-০০)
পুণে এফসি-শিলং লাজং (পুণে, ৭-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.