টুকরো খবর |
গোল করেই চলেছেন র্যান্টি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
গোলের উৎসব চলছেই র্যান্টি মার্টিন্সের! আইএফএ শিল্ডের পর এ বার আই লিগেও গোল করে প্রয়াগ ইউনাইটেডের ত্রাতা হয়ে উঠলেন নাইজিরীয় এই গোলমেশিন। শনিবার গ্যাংটকে র্যান্টির গোলেই ইউনাইটেড সিকিমকে ১-০ হারিয়ে লিগ তালিকায় চার নম্বরে উঠে এল এলকো সাতোরির দল। ২১ ম্যাচের পর তাদের পয়েন্ট দাঁড়াল ৩৪। এ দিন প্রয়াগ ইউনাইটেডের ডাচ কোচ আক্রমণে ভিনসেন্টকে নামিয়ে দিয়েছিলেন র্যান্টির সঙ্গে। ২৭ মিনিটে সেই যুগলবন্দিতেই এল গোল। ঘরের মাঠে ভাইচুংয়ের দলকে ১০-১ হারালেও এ দিন র্যান্টির গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে সাতোরিকে।
আই লিগের অন্য ম্যাচে চার্চিল-ওএনজিসি ১-১ ড্র হল। দ্বিতীয়ার্ধের শুরুতে স্টিভন ডায়াসের গোলে এগিয়ে গেলেও ৬০ মিনিটে বেটোর আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হল খেতাবের দৌড়ে থাকা গোয়ার দলটির। মাপুসায় ঘরের মাঠে মিলাগ্রেস গঞ্জালভেসের গোলে মুম্বই এফসিকে ১-০ হারাল সালগাওকর।
|
পোল ভেটেলের |
মালয়েশিয়ার বৃষ্টি ভেজা সেপাং সার্কিটে যোগ্যতা পর্বের শেষ লগ্নে দুই ফেরারিকে টেক্কা দিয়ে পোল নিশ্চিত করে ফেললেন সেবাস্তিয়ান ভেটেল। ফিলিপে মাসাকে তিনি পিছনে ফেললেন এক সেকেন্ডেরও কম ব্যবধানে। ফের্নান্দো আলোনসো রেস শুরু করবেন তিন থেকে। অন্য দিকে, দিনটা খারাপ গেল ফোর্স ইন্ডিয়ার। মেলবোর্নে দশ পয়েন্ট জিতে দারুণ ভাবে মরসুম শুরু করার পর এখানে ভেজা ট্র্যাকে তেমন সুবিধা করতে পারল না ভারতীয় দল। আদ্রিয়ান সুটিল যোগ্যতা পর্বে নবম হলেন। পল ডি রেস্টা রেস শুরু করবেন আরও পিছনে, পনেরো নম্বরে। এ দিকে, মেলবোর্নের চ্যাম্পিয়ন কিমি রাইকোনেন এখানেও রেস শুরু করবেন সাত নম্বর থেকে।
|
জকোভিচের সামনে সোমদেব |
মরসুমের সবথেকে বড় ম্যাচের সামনে সোমদেব দেববর্মন। মায়ামি মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে ৪-৬, ৬-৪, ৭-৫ এডুয়ার্ড ভেসেলিনকে হারিয়ে সোমদেব প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের মুখোমুখি। ডাবলসে মহেশ ভূপতি এবং ড্যানিয়েল নেস্টর একই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রথম রাউন্ডে ভূপতি-নেস্টর জুটি ৭-৬(৩), ৬-৩ হারায় রিচার্ড গ্যাসকোয়েট-এডুয়ার্ড জুটিকে।
|
বক্সিংয়ে বদল |
পেশাদারি মোড়ক দিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক বক্সিংয়ের নিয়মে বদল আনল আন্তর্জাতিক বক্সিং সংস্থা। অক্টোবরে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং ২০১৬ রিও ডি জেনেইরো অলিম্পিকে পুরুষ বক্সারদের আর হেড গিয়ার পড়ে রিংয়ে নামতে হবে না। বদল আনা হয়েছে স্কোরিং পদ্ধতিতেও। তবে, মহিলা এবং তরুণ বক্সারদের জন্য হেডগিয়ার নিষিদ্ধ করা হয়নি।
|
প্রজ্ঞানের সেঞ্চুরি |
কোটলা টেস্টে দ্বিতীয় দিন এক উইকেট তুলেও টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসেবে তৃতীয় দ্রুততম ১০০ উইকেট শিকারের নজির গড়লেন প্রজ্ঞান ওঝা। এ দিন জেমস প্যাটিনসনের উইকেট নিয়ে ২২ টেস্টে এই মাইলস্টোনে পৌঁছলেন হায়দরাবাদের স্পিনার। তাঁর আগে এই তালিকায় আছেন এরাপল্লি প্রসন্ন (২০ টেস্ট) এবং অনিল কুম্বলে (২১ টেস্ট)। |
|