|
|
|
|
পোশাক নিয়ে মন্তব্য, অজ্ঞান জাতীয় স্তরের মহিলা কোচ |
নিজস্ব সংবাদদাতা • গুড়গাঁও |
নারীদের শালীনতা নিয়ে তথা পোশাকের রকমফের নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বহু বিশিষ্ট জন। এই বিতর্ক নতুন নয়। পোশাক নিয়ে বাঁকা মন্তব্যের শিকার হয়েছেন নানা
শ্রেণির মহিলারা। ছাড় পাননি মহিলা খেলোয়াড়রাও।
এই প্রথাকেই অনুসরণ করে এ বার অপমানের শিকার হলেন দ্রোণাচার্য খেতাবজয়ী জাতীয় স্তরের কবাডি কোচ সুনীল দাবাস। অসম্মানজনক মন্তব্যের জেরে মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান তিনি।
|
সুনীল দাবাস |
পুলিশ জানিয়েছে, শনিবার দ্রোণাচার্য সরকারি কলেজের বার্ষিক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশাপুরের কংগ্রেস বিধায়ক রাও ধর্ম পাল।
সেখানে সব শিক্ষিকা ভারতীয় ঐতিহ্য মেনে পোশাক পরলেও, শারীরশিক্ষা বিভাগের প্রধান শিক্ষিকা সুনীল তাঁর খেলার পোশাকেই ছিলেন।
সব শিক্ষিকার সঙ্গে পরিচয় করার সময় তাঁকে লক্ষ্য করে বিধায়ক বলেন, “তুমি খুব ভাল খেলোয়াড় এবং ভাল কোচ। তোমার ভাল পোশাক পরা উচিত।”
এর পর অনুষ্ঠান শুরু হওয়ার সময় তিনি ফের ইঙ্গিত করেন সুনীলের পোশাকের দিকে। তখনই অসুস্থ
হয়ে পড়েন সুনীল। জ্ঞান হারিয়ে মঞ্চ থেকে নীচে পড়ে যান তিনি। গুড়গাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে
তাঁকে। ঘটনার পর বিক্ষোভ দেখান কলেজের ছাত্র-ছাত্রীরা। দাবি, সুনীলকে প্রকাশ্যে অপমান করেছেন বিধায়ক। তা সহ্য করতে না পেরেই অজ্ঞান হয়ে যান তিনি।
বিধায়ক অবশ্য সংবাদমাধ্যমকে বলেন, তিনি এ রকম অসম্মানজনক কিছু বলেননি। বলেছিলেন, “তোমরা আমার মেয়ের মতো। তোমাদের ভাল পোশাক পরা উচিত।”
তিনি আরও বলেন, “আমিও ওই কলেজেরই ছাত্র। কলেজের শিক্ষিকাদের ভাল পোশাক পরার কথা বলে আমি ছাত্র-ছাত্রীদের একটি ভাল বার্তা দিতে চেয়েছিলাম।”
সুনীল দাবাস অবশ্য এখনও কোনও স্পষ্ট বিবৃতি দেননি। আর সেই কারণে কোনও অভিযোগও দায়ের করা যায়নি। |
|
|
|
|
|