উত্তর-পূর্ব
শপথ ৩ রাজ্যের প্রধান বিচারপতিদের
ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন দীপক গুপ্ত। আজ দুপুরে রাজভবনের দরবার হলে রাজ্যের বিদায়ী রাজ্যপাল ডি ওয়াই পাতিল এই শপথ বাক্য পাঠ করান।
ত্রিপুরা হাইকোর্টের আরও যে তিন বিচারপতি আজ শপথ নিয়েছেন,তাঁরা হলেন শুভাশিস তলাপাত্র, উৎপলেন্দু সাহা ও স্বপন চন্দ্র দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা।
পূর্ব-ভারতে ত্রিপুরা ছাড়াও একই সঙ্গে পৃথক হাইকোর্ট তৈরি হল মণিপুর এবং মেঘালয়েও। ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর থেকেই রাজ্যে নিজস্ব হাইকোর্ট তৈরি করার দাবি জানানো হয়।
ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর সস্ত্রীক বিচারপতি দীপক গুপ্তর সঙ্গে
আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার আগরতলায়। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর আমলে এই দাবি আরও জোরদার হয়। প্রসঙ্গত, পূর্ণ রাজ্যের আবশ্যিক তথা জরুরি পরিকাঠামোর মধ্যে অন্যতম হল নিজস্ব হাইকোর্ট। রাজ্যের সেই দাবি পূরণ হয় ২০১২ সালে। কেন্দ্রীয় সরকার ২০১২ সালে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের জন্য পৃথক হাইকোর্ট গঠনের বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে। এত দিন রাজ্যে উচ্চ আদালত হিসেবে কাজ করছিল গুয়াহাটি হাইকোর্টের ‘আগরতলা বেঞ্চ’। আজ, শনিবার প্রধান বিচারপতির শপথের পর থেকে পরিচিতি পেল ‘হাইকোর্ট অফ ত্রিপুরা’। রাজ্যে হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ মার্চ।
মণিপুর ও মেঘালয় হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি পদে আজই শপথ নিয়েছেন যথাক্রমে বিচারপতি অভয় মনোহর সাপ্রে এবং বিচারপতি টি মীনাকুমারী।
বিচারপতি সাপ্রে এর আগে ছত্তীস্গঢ় হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি টি মীনাকুমারী এখানে যোগ দেওয়ার আগে পটনা হাইকোর্টের বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতিপদে শপথ নেওয়ার পরে মীনা কুমারী বলেন, “আমার প্রথম লক্ষ্য হবে প্রয়োজনমতো ফাস্ট-ট্র্যাক আদালত গড়া। তবে, তার আগে এখানকার সমস্যাগুলি বুঝতে চাই। ঝুলে থাকা মামলাগুলির বিষয়েও জানতে হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.