এক জন প্রাক্তন। অন্য জন বর্তমান। ছ’শো বছরে ইতিহাসে এই প্রথম মধ্যাহ্নভোজে মিলিত হলেন দুই পোপ।
৬০০ বছর পরে পদত্যাগ করেছেন কোনও পোপ। তার পর থেকেই ইতালির ক্যাসেল গান্ডোলফো শহরে পোপের গ্রীষ্মাবাসে থাকেন প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট। শনিবার সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তরসূরি পোপ ফ্রান্সিস। |
স্বাগত। উত্তরসূরি পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট (ডান দিকে)। ছবি: এএফপি। |
হেলিকপ্টারে গ্রীষ্মাবাসে পৌঁছনোর পরে হেলিপ্যাডেই ফ্রান্সিসকে অভ্যর্থনা জানান বেনেডিক্ট। পরস্পরকে জড়িয়ে ধরেন তাঁরা। পরে তাঁরা যান প্রার্থনা জানাতে। গ্রীষ্মাবাসে গির্জার ঠিক সামনে পোপের প্রার্থনার স্থান। সেখানেই বসতে ফ্রান্সিসকে অনুরোধ করেন বেনেডিক্ট। কিন্তু একা সেখানে বসতে রাজি হননি বর্তমান পোপ। তিনি বলেন, “আমরা ভাই।”
ভ্যাটিকানের মুখপাত্র জানিয়েছেন, দু’জনেই সাদা পোশাক পরে ছিলেন। শেষ জীবন ‘গোপনে প্রার্থনায়’ কাটাতে চেয়েছেন বেনেডিক্ট। তাঁর ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান জানিয়ে দুই পোপের এই বৈঠক সম্প্রচারিত হয়নি ভ্যাটিকান টেলিভিশনে। তবে ভ্যাটিকানের সংবাদপত্রে কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। পরে প্রকাশ হতে পারে একটি ভিডিওও। তবে এই বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে ভ্যাটিকান কিছু জানায়নি। |