বাংলাদেশের টর্নেডোর হানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। আহত পাঁচশোরও বেশি। শুক্রবার এই ঘূর্ণিঝড়ে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলার কুড়িটি গ্রাম লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভেঙেছে অজস্র ঘরবাড়ি। সে দিন সন্ধ্যা ৬টা নাগাদ আকাশ কালো করে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। সেই সঙ্গে শিলাবৃষ্টি। ভেঙে পড়েছে অনেক গাছ। শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে সরকার এবং ছোট বড় স্বেচ্ছাসেবী সংস্থা। কয়েক জন মন্ত্রীও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গিয়েছেন।
|
পুড়ে মৃত্যু ৬২ উদ্বাস্তুর
সংবাদসংস্থা • ব্যাঙ্কক |
তাইল্যান্ডের ত্রাণ শিবিরে আগুনে পুড়ে মৃত্যু হল মায়ানমার থেকে আসা ৬২ জন উদ্বাস্তুর। আহত ২০০ জন। মৃতদের অধিকাংশই মহিলা, বয়স্ক এবং শিশু। মায়ে সুরিন উদ্বাস্তু শিবিরে একটি উনুন থেকে হঠাৎ আগুন লাগে। তাইল্যান্ডে উদ্বাস্তু শিবিরে থাকেন মায়ানমার থেকে আসা প্রায় ১ লক্ষ উদ্বাস্তু।
|
বাস দুর্ঘটনা
সংবাদসংস্থা • লাহৌর |
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বাস উল্টে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৪০ জন। বাসটি লাহৌর থেকে ফয়জলাবাদ যাচ্ছিল। সরকারি উদ্ধারকর্মীদের কর্তা কারামত আলি জানান, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তখনই বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।
|
ধৃত স্বামী
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
স্ত্রীকে মেরে গরম জলে সেদ্ধ করার দায়ে ১৫ বছর জেল হল মার্কিন শেফ ডেভিড ভিয়েনসের। আদালতের দাবি, দু’বছর আগে যখন তার স্ত্রীর নিরুদ্দেশের বিষয়ে পুলিশ তাকে জেরা করে তখন সে মনোরোগে ভুগছিল। তাই পুলিশকে ভুল তথ্য দিয়েছিল।
|
সম্ভাব্য সঞ্চালক
সংবাদসংস্থা • লন্ডন |
আগামী বছর অস্কারের সঞ্চালক হতে পারেন গায়ক ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক। টেলিভিশনের একটি অনুষ্ঠানে তাঁর জনপ্রিয়তা দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কর্তারা।
|
প্রতারকের জেল
সংবাদসংস্থা • জেনিভা |
অসুখ সারানোর নাম করে ১৬ জনের শরীরে এইচআইভি ভাইরাস যুক্ত রক্ত ঢোকানোর দায়ে এক ব্যক্তিকে ১৬ বছর কারাদণ্ড দিয়েছে সুইৎজারল্যান্ডের আদালত। |