জমি-জটে সরব বিধায়ক
কাটোয়া থেকে পাততাড়ি গুটিয়ে নিচ্ছে এনটিপিসি
কলকেই তুলে নেওয়া হয়েছে। কাটোয়ায় এনটিপিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের অফিসে আছেন মাত্র দু’জন কর্মী।
রাজ্য সরকার জমির ব্যবস্থা না-করলে ওই দু’জনকেও তুলে নেওয়া হবে। এবং এনটিপিসি যে কাটোয়া ছেড়ে চলেই যাবে, শুক্রবার বিধানসভায় সেটা পরিষ্কার করে দিলেন কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এনটিপিসি যে ইতিমধ্যেই এ ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে, তা-ও জানান তিনি।
ওই বিধায়ক এ দিন বিধানসভায় বলেন, “১৫ মার্চ মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরে আমি কাটোয়ায় ফিরে গিয়ে সেখানে এনটিপিসি-র প্রকল্প অফিসে কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। এনটিপিসি সেখান থেকে ইতিমধ্যেই তাদের কর্মীদের তুলে নিতে শুরু করেছে। দু’জন ছাড়া বাকি সব কর্মী তুলেও নিয়েছে।” রবীন্দ্রনাথবাবু জানান, এনটিপিসি-র যে-দু’জন কর্মী এখনও কাটোয়ায় রয়েছেন, তাঁদের সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই কর্মীরা তাঁকে বলেছেন, রাজ্য সরকার এনটিপিসি-র হাতে আরও জমি তুলে না-দিলে তাঁদেরও অন্যত্র চলে যেতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ মার্চ বিধানসভায় বলেছিলেন, “চাষিদের বুঝিয়ে জমি সংগ্রহ করতে পারলে সরকার বাধা দেবে না।” রাজ্য সরকার কাটোয়ায় এনটিপিসি-র প্রকল্পের জন্য ৫৫৬ একর জমি অধিগ্রহণ করেছিল। রাজ্য যে তার থেকে বেশি জমি তাদের দেবে না, মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এনটিপিসি-ও জানিয়ে দেয়, রাজ্য সরকারকেই ওই প্রকল্পের জন্য আরও জমি অধিগ্রহণ করে দিতে হবে। তারা সরাসরি চাষিদের কাছ থেকে জমি কিনতে পারবে না। সম্প্রতি তৃণমূলের এক সাংসদকেও চিঠি লিখে বিষয়টি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।
জমি নিয়ে রাজ্য এবং এনটিপিসি তথা কেন্দ্র নিজের নিজের অবস্থানে অনড় থাকায় কাটোয়া প্রকল্প নিয়ে টানাপোড়েন শেষ হচ্ছে না। রাজ্য সরকারের জমি অধিগ্রহণ নীতি নিয়ে এ দিন কটাক্ষ করেন কাটোয়ার বিধায়ক। তিনি বলেন, ‘‘কলকাতার আলিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এক নাগরিকের জমি অধিগ্রহণের জন্য কলকাতা পুরসভা নোটিস দিয়েছে। অথছ কাটোয়ায় জমি অধিগ্রহণ করবে না বলে জানিয়েছে রাজ্য। তা হলে সরকারের জমি-নীতিটা ঠিক কী? কলকাতার জন্য ওই নীতিতে কি কোনও রকম ছাড় দেওয়া হয়েছে?’’
মুখ্যমন্ত্রী সভায় ছিলেন। কিন্তু তিনি কোনও মন্তব্য করেননি।
কাটোয়ায় এনটিপিসি-র ১,৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য এক হাজার ৭১ একর জমি চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে প্রায় ৫৫৬ একর জমি আগেই অধিগ্রহণ করে রাখা রয়েছে। প্রয়োজন আরও ৫১৫ একরের মতো জমি। কিন্তু এই জমি পাওয়া যাবে কি না, তা নিয়েই জট পারিয়েছে। এনটিপিসি-কর্তৃপক্ষ সম্প্রতি নিজেদের আগের অবস্থান থেকে খানিকটা সরে এসে কিছুটা কম জমিতেই তাঁরা প্রকল্প গড়তে রাজি আছেন বলে রাজ্যকে জানিয়েছিলেন। তাঁরা রাজ্যকে বলেন, অধিগৃহীত ৫৫৬ একর জমিতেই মূল বিদ্যুৎকেন্দ্র তৈরি করার চেষ্টা হবে। তবে কয়লার ছাই ফেলার জন্য রাজ্যকে আলাদা করে ২৫০ একর জমির ব্যবস্থা করে দিতেই হবে। আগের ১,০৭১ একর জমিতে প্রকল্প গড়ার পরিকল্পনার বদলে ৮০০ একরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি গড়ার ব্যাপারে তাঁরা নতুন নকশা তৈরির চেষ্টা করবেন।
তবে ওই ৮০০ একরের মধ্যে প্রশাসনিক ভবন, কর্মী আবাসনের মতো অন্যান্য সামাজিক পরিকাঠামো গড়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছিল এনটিপিসি। কিন্তু ১৫ মার্চ বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তবের পরে এটা পরিষ্কার যে, অধিগৃহীত জমির বাইরে রাজ্যের কাছ থেকে আর এক ছটাক জমিও পাবে না এনটিপিসি। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে সব মহলেই। এ দিন বিধানসভায় সেই আশঙ্কার কথাই তুলে ধরতে চেয়েছেন রবীন্দ্রনাথবাবু।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.