রাজ্য সরকারের গ্রামীন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও বিভিন্ন ঘোষণার মোকাবিলায় রেলকেই হাতিয়ার করে পঞ্চায়েত ভোটে লড়াইয়ে নামতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের রেলের উন্নয়নের পুরানো কৌশলই এবার ভোটের অস্ত্র কংগ্রেসের। রেলের মন্ত্রকের দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে রেলপথ সংযোগ ও ট্রেনের উদ্যোগ নেন। এর লাভ গত বিধানসভায় তৃণমূল পায়। পরবর্তীকালে কেন্দ্র থেকে সরে আসায় প্রকল্প, প্রতিশ্রুতিগুলির ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়।
এর মধ্যেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী রেলের প্রতিমন্ত্রী হতেই চাঙ্গা হয়ে ওঠে কংগ্রেস। জেলা কংগ্রেসের তরফে মুর্শিদাবাদ বন্ধকে সমর্থন করে এই জেলাও বন্ধ ডাকা হয়। জেলার বিভিন্ন রেল প্রকল্প নিয়ে জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের বিভিন্ন আবেদনে কেন্দ্রীয় মন্ত্রী অধীরবাবু সাড়া দিয়েছেন বলে কংগ্রেস নেতাদের দাবি। কংগ্রেস নেতারা জানান, ভোটে রাস্তাঘাট, জল, বাসস্ট্যান্ডের মত নানা বিষয় তুলে ধরে তৃণমূল প্রচার করবে। সেখানে রেলকে সামনে রেখেই কংগ্রেস লড়াইয়ের প্রস্ততি শুরু করেছে। রেলবাজেটে জেলায় কিছু না মেলায় বাসিন্দাদের হতাশাকে আঁচ করেই ওই প্রস্তুতি শুরু হয়েছে।
বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে অন্তত বালুরঘাট থেকে কলকাতা সরাসরি একটি রাতের ট্রেন এবং স্টেশনের উন্নয়নের মত বেশকিছু প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত ভোটের প্রচারে মন্ত্রী অধীরবাবুরে এনে ওই প্রকল্পগুলির ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন দলের জেলার নেতারা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র বলেছেন, “রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে জেলায় প্রচারে আসবেন। সেই সময় একগুচ্ছ রেল প্রকল্প ঘোষণা হবে।” তিনি জানান, বালুরঘাট থেকে কলকাতার সঙ্গে একটি সরাসরি রাতের এক্সপ্রেস ট্রেন, গঙ্গারামপুর স্টেশনের উন্নয়ন, বালুরঘাট-একলাখি পথে ডবল লাইন, সিগন্যালিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজের প্রকল্প শুরু করানোর চেষ্টা করানো হচ্ছে। এতে জেলার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে। ওমপ্রকাশবাবুর মতে, দক্ষিণ দিনাজপুরে পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই হবে তৃণমূলের। জেলা জুড়ে মানুষের বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলনের মাধ্যমে কংগ্রেসের শক্তি বেড়েছে। কংগ্রেসের রেল উন্নয়নের প্রচারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের সভাপতি বিপ্লব মিত্র বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রেলের মানচিত্রে জেলা ঠাঁই পেয়েছে। রেল প্রকল্পগুলির কী অবস্থা তা মানুষ জানেন। দুর্বলতা ঢাকতে কংগ্রেস রেল নিয়ে কথা বলছে।” |