দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়া পথবাতি জ্বলছে না। অন্ধকারে পথ চলতে তাই সমস্যায় পড়েছেন কাশীপুরের বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, রাজবাড়ি মোড়, পোস্টঅফিস মোড়, দেবীবাড়ির রাস্তা, গালর্স স্কুলের রাস্তা-সহ কাশীপুরের একাধিক মোড় ও রাস্তা রাতে আলোর অভাবে অন্ধকারে ডুবে রয়েছে। বাসিন্দাদের ক্ষোভ, বেশ কিছু দিন ধরেই রাস্তায় আলো জ্বলছে না। এ জন্য রাস্তায় চলাফেরা করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি ছিনতাইয়ের ভয়ও রয়েছে। তাঁদের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিরা সব দেখেও চোখ বন্ধ করে রয়েছেন। কাশীপুর পঞ্চায়েতের প্রধান লালমোহন রাজোয়াড় বলেন, “পথবাতিগুলি বিকল হয়ে পড়ার কথা আমি জানি।” তাঁর আশ্বাস, শীঘ্রই পথবাতি সারানো হবে।”
|
কৃষিরত্ন পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী |
সোনামুখী ব্লকের ‘কৃষিরত্ন’ পুরস্কার পেলেন স্থানীয় ভুলা গ্রামের গোপালচন্দ্র কুণ্ডু। বৃহস্পতিবার সোনামুখী ব্লক কৃষি অফিসে গোপালবাবুর হাতে ১০ হাজার টাকার চেক ও সংশাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্লকের কৃষি ও পশুপালন দফতরের আধিকারিকরা। কৃষি দফতর সূত্রের খবর, দীর্ঘদিন আধুনিক পদ্ধতিতে কৃষি, পশুপালন ও মাছ চাষে এলাকায় সাড়া জাগিয়েছেন তিনি। তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে কৃষকদের উৎসাহ দিতেই দফতরের এই উদ্যোগ বলে জানানো হয়েছে। |