জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর দাদা ও ভাইয়ের বিরুদ্ধে। বুূধবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার রামশঙ্করপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম চিত্তরঞ্জন সরকার(৪৫)। তিনি পেশায় স্যালো মেশিনের মিস্ত্রি। চিত্তরঞ্জনবাবুর অন্য ভাই বুড়ো সরকারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ চিত্তরঞ্জনবাবুর দাদা মনোরঞ্জন সরকারকে গ্রেফতার করেছে। অপর অভিযুক্ত ভরত সরকার পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিত্তরঞ্জনবাবুরা ছয় ভাই। তাঁদের বাবা চার ছেলেকে পৈতৃক সম্পত্তির ভাগ দিলেও মনোরঞ্জনবাবু ও ভরতবাবুকে কোনও ভাগ দেননি। ফলে জমি নিয়ে শরিকি বিবাদ শুরু হয়। কয়েক বছর আগে তাঁদের বাবা মারা যান। চিত্তরঞ্জনবাবু অবিবাহিত।
বাবা মারা যাওয়ার পর এক প্রতিবেশী তাঁর জন্য রাতে রান্না করে দিতেন। চিত্তরঞ্জনবাবুর নিজের জমিতে একটি টিউবওয়েল ছিল। তার পাশেই রয়েছে মনোরঞ্জন ও ভরত সরকারের ব্যক্তিগত জমি। চিত্তরঞ্জনবাবুর জমির টিউবওয়েলের জলই নিজেদের জমিতে ব্যবহার করতেন তারা। বুধবার সকালে চিত্তরঞ্জনবাবু তাঁর চাষের জমি থেকে টিউবওয়েলটি খুলে বাড়ি নিয়ে নিয়ে চলে আসেন। এতে অশান্তি বাড়ে।
বুধবার রাতে তিনি যখন প্রতিবেশীর বাড়ি থেকে রাতের খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন তখন মনোরঞ্জন ও ভরত তাঁর উপর লাঠি ও শাবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |