|
|
|
|
জমি কাজিয়ায় বাড়ি ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জমি-সহ অন্যান্য সম্পত্তি কিনে গ্রামবাসীর একাংশের বিক্ষোভের সামনে পড়ল এক পরিবার। অভিযোগ, তার জেরে ওই পরিবারকে সামাজিক ভাবে বয়কটও করা হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানোয় পুলিশের সামনেই বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার তার জেরে উত্তেজনা ছাড়ায় চন্দ্রকোনা থানার রামজীবনপুর সংলগ্ন বাসুলিয়া গ্রামে। পুলিশ এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে। পরিস্থিতি সামলাতে বসেছে পুলিশ পিকেট।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে গ্রামেরই পুষ্প ঘোষ নামে এক নিঃসন্তান বিধবার কাছ থেকে দুই ভাই ত্রিলোচন ও প্রশান্ত ঘোষ জমি-সহ কিছু সম্পত্তি কেনেন। পরে তাঁরা জানতে পারেন ওই জমি পুষ্পদেবীর এক আত্মীয়ও কিনতে চেয়েছিলেন। জমি হাতছাড়া হওয়ার জেরে ‘ক্ষোভে’ স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতিতেই সালিশি সভা বসিয়ে ওই পরিবারকে কেনা সম্পত্তি পুষ্পদেবীকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু, তাতে রাজি না হওয়ায় তাঁদের বয়কটও করা হয়। প্রশান্তবাবু বলেন, “আমরা পুষ্পদেবীর কাছ থেকে ন্যায্য দামে সম্পত্তি কিনেছি।” তাঁর অভিযোগ, “স্থানীয় তৃণমূল নেতা জয়দেব রায় ও অন্যান্য নেতৃত্বদের মদতে গ্রামে সালিশি বসিয়ে এই নিয়ে অযথা জটিলতা তৈরি করা হয়েছে।” অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা জয়দেব রায় বলেন, “পুষ্পদেবীর জমি বাদে অন্যান্য কিছু সম্পত্তিও ওই পরিবার জোর করে লিখিয়ে নিয়েছে, পুষ্পাদেবী এই অভিযোগ জানানোয় আমরা বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী প্রশান্তবাবুদের জমি বাদে বাকি সম্পত্তি তাঁকে ফিরিয়ে দিতে বলি। তবে, বয়কট কথা ভিত্তিহীন।” |
|
|
|
|
|