টুকরো খবর |
ঐকমত্য হয়নি, মানতে নারাজ ফ্রন্টের নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ঐকমত্যে না পৌঁছনোর কথা মানতে নারাজ বামফ্রন্টের জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার লিখিত বিবৃতি দিয়ে তাঁরা দাবি করলেন, পঞ্চায়েত নির্বাচনে সার্বিক বাম ঐক্য হয়েছে। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে জেলা বামফ্রন্টের বৈঠকে দেখা যায়, গ্রাম পঞ্চায়েতের ৭৯টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ১১টি আসনে এখনও ঐকমত্য হয়নি। জেলা পরিষদের কিছু আসন নিয়েও শরিকি টানাপোড়েন চলছে। বৈঠকে ঠিক হয়, যে সব আসন নিয়ে মতপার্থক্য রয়েছে, আগামী ২৫ মার্চের মধ্যে ব্লক এবং জেলা নেতৃত্ব আলোচনা করে তা নিয়ে ঐকমত্যে পৌঁছবেন। বৃহস্পতিবার লিখিত বিবৃতি দিয়ে ফ্রন্ট নেতৃত্ব দাবি করেছেন, গ্রাম পঞ্চায়েতের ৩ হাজার ৮৪৬টি আসনের মধ্যে মাত্র ৭৯টি আসন বাদে সকল আসনে বাম ঐক্য হয়েছে। পঞ্চায়েত সমিতির ৭৯৮টি আসনের মধ্যে মাত্র ৭-৮টি আসন বাদে প্রত্যেকটিতে বাম ঐক্য হয়েছে, এবং জেলা পরিষদের সব আসনেই ঐক্য হয়েছে। নেতৃত্বের দাবি, সার্বিক ঐক্য নিয়েই ফ্রন্ট নির্বাচনে লড়াই করবে।রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এখনও পর্যন্ত বেশ কয়েকটি আসন নিয়ে ঐক্য হয়নি। শরিক দলগুলোর মধ্যে দর কষাকষি চলছে। আলোচনাও সে ভাবে এগোচ্ছে না। পরিস্থিতি দেখেই নীচুতলায় ভুল বার্তা যাওয়া আটকাতে ঐক্য হয়েছে দাবি করে এমন বিবৃতি ফ্রন্টের।
|
জমির দখল নিয়ে গোলমাল, মৃত এক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
খাস জমির দখলকে কেন্দ্র করে গোলমালের জেরে গুলিবিদ্ধ হয়ে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম শহরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম করণ হাঁসদা (৪৫)। তিনি শহরের বাছুরডোবা শ্মশানপাড়ার বাসিন্দা। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন করণবাবুর ভাই শ্যামল হাঁসদাও। তিরে জখম হয়েছেন রাধানগর গ্রামের এক তরুণ। এলাকার একটি ক্ষমতাসীন গোষ্ঠী ওই খাস জমিটি গোপনে এক ব্যক্তিকে বেচে দিয়েছিল বলে অভিযোগ। এলাকার কিছু মানুষ ওই খাস জমিতে পালাপার্বণ ও ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। জমিটির ক্রেতা জমির দখল নিতে গেলে বাধা দেন এলাকাবাসীর একাংশ। এই নিয়ে কিছুদিন ধরেই উভয়পক্ষের মধ্যে গোলমাল চলছিল। বৃহস্পতিবার রাতে তা চরম আকার নেয়। জমির দখলদারেরা মোটর বাইক নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, তারাই গুলি ছোড়ে। প্রাক্তন বিএসএফ কর্মী করণবাবুর বুকে গুলি লাগে। স্থানীয়দের একাংশ পাল্টা তির চালান। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে করণবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। শ্যামলবাবুর মাথায় ও বাম পায়ে গুলি লেগেছে। তিরবিদ্ধ শেখ গফ্ফরের দাবি, তিনি বাড়ি ফেরার পথে গোলমালের মাঝে পড়ে যান। তাঁর পেটে তির লাগে।
|
নাবালক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পাচারের আগেই তমলুক স্টেশন থেকে উদ্ধার করা হল কাঁথি ৩ ব্লকের মারিশদার চোদ্দো বছরের এক নাবালককে। বৃহস্পতিবার দুপুরে তমলুক জিআরপি ও জেলা শিশু সুরক্ষা দফতরের সহযোগিতায় তাম্রলিপ্ত স্টেশন থেকে পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ওই নাবালককে উলুবেড়িয়ার এক রুটির কারখানায় কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে উদ্ধার করে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে।
|
মাদ্রাসায় শূন্যপদে নিয়োগের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির এক সভা হল গড়বেতার নমোজবা সিনিয়র টাইপ মাদ্রাসা শিক্ষাকেন্দ্রে। উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক মির্জা আজিবুর রহমান। সভায় মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং শিশুশিক্ষা কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রস্তাব ওঠে। সেই শূন্যপদে অবিলম্বে কর্মী নিয়োগের দাবি তোলা হয়। পাশাপাশি, সংখ্যালঘু উন্নয়নে জেলার জন্য বরাদ্দ সমস্ত টাকা যাতে সুষ্ঠু ভাবে খরচ হয়, সেই দাবিও জানানো হয়েছে।
|
চেক বিলি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অধিকার প্রকল্পে ৬০ জন উপভোক্তাকে চেক দেওয়া হল মেদিনীপুরে। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, মেদিনীপুরের (সদর) বিডিও ইউ স্বরূপ প্রমুখ।
|
পুতুল নিয়ে পুতুল দিয়ে উৎসব |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
বৃহস্পতিবার ২১ মার্চ ‘বিশ্ব পুতুল দিবস’ উপলক্ষে ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির আয়োজনে ঝাড়গ্রাম ব্লকের লবকুশ আংশিক বুনিয়াদী বিদ্যালয়ে ‘পুতুল নিয়ে পুতুল দিয়ে উৎসব’ হল। পুতুল তৈরির কর্মশালায় যোগ দেয় লবকুশ স্কুলের খুদে পড়ুয়ারা। খুদেদের তৈরি পুতুল দিয়েই প্লাস্টিক-দূষণ নিয়ে সচেতনতা মূলক একটি পুতুল-নাটক মঞ্চস্থ করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রদীপ মৈত্র।
|
জল নেই, হয় না সাফাই, পথে পুরবাসী |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
পর্যাপ্ত পানীয় জল মিলছে না। আবর্জনাও সময়ে পরিষ্কার করা হচ্ছে না। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেওয়াননগর-শরৎপল্লি রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো বাঁশ দিয়ে রাস্তা ঘিরে চলে অবরোধ। দুপুরের দিকে বাঁশ খুলে নেওয়া হয়। স্থানীয়দের বক্তব্য, কাউন্সিলরকে সমস্যার কথা জানিয়েও সুরাহা হয়নি। সিপিএম কাউন্সিলর সুমিতা বেরা অবশ্য বলেন, “সংশ্লিষ্ট দফতরে সমস্যার কথা জানিয়েছি।” |
|