|
|
|
|
সাত দিনের মাথায় বাজেটে সংশোধনের দাবি বিরোধীদের |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কথা মতোই কাজ। সাত দিনের মাথায় খসড়া বাজেট সংশোধনের সংযোজিত দাবিপত্র জমা করলেন বাম পরিচালিত হলদিয়া পুরসভার বিরোধী তৃণমূল কাউন্সিলাররা। বৃহস্পতিবার বিকেলে হলদিয়া পুরসভার উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিকের কাছে দেওয়া দাবিপত্রে পানীয় জল, নিকাশি থেকে স্বাস্থ্যপ্রতিটি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা।
১৫ মার্চ, গত শুক্রবার পুর-কর্তৃপক্ষের পেশ হওয়া ৫৫ কোটি ৯৮ লক্ষ ১ হাজার টাকার বাজেট ‘ত্রুটি ও অসঙ্গতিপূর্ণ’ অভিযোগ তুলে বিরোধীরা আলোচনার মাধ্যমে পাশ করতে হবে বলে দাবি জানিয়েছিলেন। এ দিন বিকেলে সেই মতো বাজেটে সংযোজনের জন্য বেশ কিছু দাবি লিখিত আকারে জমা দিতে যান তাঁরা। তবে অসুস্থতার কারণে এ দিন পুরসভায় আসেননি পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। তাই ওই দাবিপত্র নিয়ে বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল-সহ তৃণমূলের ৮ জন কাউন্সিলার উপ-পুরপ্রধানের কাছে যান। সেখানেই সুষ্ঠু ভাবে দাবিপত্র জমা করে বাজেটের ত্রুটি নিয়ে আলোচনা করেন বিরোধীরা।
তৃণমূল কাউন্সিলাররা জানান, পানীয় জলে তাঁরা ৭ কোটি ৭৫ লক্ষ থেকে বাড়িয়ে ৯ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন। এ ছাড়াও রাস্তা সংস্কারে ৯ থেকে ১২ কোটি, বিদ্যুৎ সরবরাহ ও নিকাশিতে আরও এক কোটি এবং স্বাস্থ্য খাতে আরও ৪ লক্ষ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন।
বাজেটের আয়-ব্যয়ের হিসেবের ক্ষেত্রে নানা বিষয় উল্লেখ করা হয়নি বলে তাঁদের অভিযোগ। বাজেট পেশের দিনেই বন্দর ও বন্দর কেন্দ্রিক বেশ কিছু শিল্পসংস্থার থেকে এই পুরসভা ন্যায্য পুরকর পায় না বলে দাবি করেছিলেন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। বিরোধী তৃণমূল কাউন্সিলাররা এ দিন অভিযোগ করেন, “পুরসভার অতিথিশালা আকাশ যে ঠিকাদার সংস্থা দ্বারা পরিচালিত, তারা তিন বছর ধরে লিজ চুক্তি পুনর্নবীকরণ করেনি। লক্ষ্মণ শেঠ পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকেয়ার’ পুরসভার মহিলা হস্টেলের টাকা ও পুরকর বকেয়া রেখেছে।” বিরোধীদের দাবি অনুযায়ী, এখনও জলের বিলে ১ কোটি ও বিদ্যুতের বিলে ৭৫ লক্ষ টাকা পাওনা রয়েছে। এ ছাড়াও নির্মাণের ক্ষেত্রে ঠিকাদারের ৮ কোটি টাকা পুরসভার দেনা রয়েছে। যা বাজেটে উল্লেখিত নেই। বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল বলেন, “দীর্ঘ দিন ধরে এই অনিয়ম চলছে। আয়-ব্যয়ের হিসেবে কার থেকে কত টাকা দেনা-পাওনা তা উল্লেখ করা হয়নি। ত্রুটিপূর্ণ বাজেটে এগুলিও সংযোজনের দাবি জানিয়েছি।”
উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিক বলেন, “আইকেয়ার একেবারে টাকা দেয় না, এমনটা নয়। তবে কিছু বকেয়া থাকতে পারে। সেগুলি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে। ওঁরা বলায় সেই দাবি আরও জোরালো হল। আকাশের ক্ষেত্রেও লিজ চুক্তির কথা চলছে। বাজেটে এই সব খুঁটিনাটি বিষয় উল্লেখ করা হয় না।” |
|
|
|
|
|