|
|
|
|
অনলাইনে মনোনয়নপত্র জমার দাবি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও কলকাতা |
পঞ্চায়েত ভোটে প্রার্থীদের ভয় দেখিয়ে লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগ বহু দিনের। সেই প্রবণতা ঠেকাতে এ বার পঞ্চায়েত ভোটে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার দাবি জানাল সিপিএম। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ডাকা সর্বদল বৈঠকে জেলার সিপিএম নেতা তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা নিরঞ্জন সিহি পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র অনলাইনে পেশের দাবি জানান। রাজ্য নির্বাচন কমিশনের কাছে রাজ্য বামফ্রন্টের দাবি প্রার্থীরা সন্ত্রাসের কারণে বিডিও-র কাছে মনোনয়ন জমা দিতে না পারলে তা জেলাশাসকের দফতরে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তাব দিয়ে পূর্ব মেদিনীপুরের সিপিএম নেতৃত্ব রীতিমতো অবাক করে দিয়েছেন আলিমুদ্দিনকেও!
এ বার কি তাঁরা অন্য জেলাতেও অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার দাবি জানাবেন? জবাবে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “পূর্ব মেদিনীপুর সর্বদল বৈঠকে কী বলেছে, সে ব্যাপারে রিপোর্ট পেয়েই বলব।” তিনি এমন প্রস্তাবের কথা আগে শোনেননি বলেও বিমানবাবু জানান।
বস্তুত, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে কি না, তা নিয়ে আলিমুদ্দিনের নেতাদের মধ্যে ধন্দ রয়েছে। আজ পর্যন্ত কখনও অনলাইনে মনোনয়ন জমা পড়েনি। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, “অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল অসুবিধা আছে।” তা সত্ত্বেও দাবি হিসাবে যে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি অভিনব, তা স্বীকার করছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব এবং সুজন চক্রবর্তীও। দলের পক্ষ থেকে রবীনবাবুই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের দায়িত্বে।
পঞ্চায়েত ভোটে শাসক দলের সন্ত্রাসের আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটগ্রহণের দাবি তুলেছে বামেরা। যদিও রাজ্য সরকার তা মানতে নারাজ। কোন জেলায় সন্ত্রাসের পরিস্থিতি কী রকম, কত আসনে প্রার্থী দেওয়া যাবে, তা নিয়ে গত তিন মাস বার বার জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়েছে আলিমুদ্দিন। আগামী রবিবার রাজ্য কমিটির বৈঠকেও ওই ব্যাপারে আলোচনা হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সিপিএমের সাংগঠনিক অবস্থা সবচেয়ে খারাপ। পশ্চিম মেদিনীপুরের সুশান্ত ঘোষ এবং পূর্ব মেদিনীপুরের নিরঞ্জনবাবু মনে করেন, ওই দুই জেলায় সিপিএম পঞ্চায়েতে প্রার্থী দিতে গেলে গায়ের জোরে তা আটকাবে তৃণমূল। সেই সূত্রেই অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার দাবি। নিরঞ্জনবাবুর কথায়, “মনোনয়নপত্র জমা দিতে দিলে তবেই মানুষ তার রায় প্রয়োগ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ভয় দেখানো হচ্ছে। তাই অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তাব রেখেছি।”
পঞ্চায়েত ভোট নিয়ে এ দিন পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসে সর্বদল বৈঠক হয়। সেখানে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন ছাড়াও জেলার সমস্ত এসডিও, বিডিও এবং পুলিশ অফিসাররা ছিলেন। বিজেপি বাদে অন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিই বৈঠকে যোগ দেন। বৈঠকের পর জেলাশাসক সিদ্দিকি বলেন , ‘‘বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কিছু প্রস্তাব এসেছে। রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হবে।” সিপিএমের অনলাইন-মনোনয়ন প্রস্তাব নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া নেই। |
|
|
|
|
|