কালো টাকা কাণ্ড আদৌ কোনও কেলেঙ্কারি নয় বলে বৃহস্পতিবার দাবি করলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর কে সি চক্রবর্তী। কারণ, ঘটনায় অভিযুক্ত তিন বেসরকারি ব্যাঙ্কের কোনওটিতেই বেআইনি লেনদেন হয়নি বলে জানালেন তিনি। কালো টাকার লেনদেন রোধে সরকারি ব্যবস্থা যথেষ্ট পাকাপোক্ত দাবি করে তিনি বলেন, তিনটি ক্ষেত্রেই কোবরা পোস্ট-এর গোপন অভিযানে হাতেনাতে কোনও লেনদেন ধরা পড়েনি। ব্যাঙ্কগুলি কেওয়াইসি আইন অম্যান্য করেছে কি না, তা খতিয়ে দেখে ৩১ মার্চের মধ্যে রিপোর্ট দেবে আরবিআই। তার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে। বরং ‘নো ইয়োর কাস্টমার’ বা কেওয়াইসি আইন বেশি কঠোর করলে কোনও ব্যাঙ্কই আর নয়া অ্যাকাউন্ট খুলতে রাজি হবে না বলেই তাঁর আশঙ্কা। তবে ভবিষ্যতে যাতে কোনও ধরনের আইন বহির্ভূত কাজ না-হয়, সে জন্য প্রয়োজনে আরবিআই আরও কঠোর হবে বলে জানিয়েছেন তিনি।
|
বিমা আইন সংশোধন সংক্রান্ত কিছু প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসছেন বিমা এজেন্টরা। লাইফ ইনশিওরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল শ্যামল চক্রবর্তীর দাবি, ওই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০ হাজার এজেন্ট সামিল হবেন। এজেন্টদের অভিযোগ, কমিশন সংক্রান্ত প্রস্তাবগুলি তাঁদের ও গ্রাহক স্বার্থবিরোধী। সেগুলি বাতিল না-করা হলে এর পর সংসদের সামনে অনশন ধর্মঘটে বসবেন বলে হুমকি দেন শ্যামলবাবু।
|
দক্ষতা ও আর্থিক সাফল্যের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সমীক্ষায় দেশে দ্বিতীয় স্থান পেল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। পাওয়ার ফিনান্স কর্পোরেশনের তত্ত্বাবধানে সম্প্রতি মূল্যায়ন সংস্থা ইক্রা এবং কেয়ার দেশের প্রতিটি বণ্টন সংস্থার পেশাদারিত্বের মান যাচাই (রেটিং) করতে সমীক্ষা চালায়। মহাকরণ সূত্রে খবর, তারই ভিত্তিতে ১৯ মার্চ বিদ্যুৎ মন্ত্রক রিপোটর্র্ প্রকাশ করে। তাতে প্রথম স্থান পেয়েছে গুজরাত, দ্বিতীয় পশ্চিমবঙ্গ এবং তৃতীয় মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। |