আমি খুব দুঃখিত। কিছু বলার নেই। সঞ্জয় দত্ত অপরাধী নয়। বড্ড কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। |
আমি এখন লন্ডনের বিমানে। সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাইছি না। সঞ্জুর জেল হওয়ার খবর পেয়ে যে কতটা কষ্ট পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যায় না। |
মন ভেঙে গেল। আশা করেছিলাম, হয়তো ক্ষমা পাবে ও। কিন্তু সেটা হল না। |
সঞ্জুর সঙ্গে এটা ঠিক হল না। আমার দেখা অন্যতম সেরা মানুষ। ওর সাজার খবরটা শুনে সত্যিই মন ভেঙে গিয়েছে। |
খবরটা শুনে চমকে গেলাম, দুঃখও পেলাম। ওর পরিবারের পাশে আছি। |
আসল অপরাধীরা তো দিব্যি বসে আছে পাকিস্তানে। খাতায়কলমে তাদের নাম থাকলেও, উপযুক্ত বিচার হয় না। |
আমি সঞ্জয় দত্তর পাশে আছি। ও আমার ভাইয়ের মতো। ও ভুল করেছে, সেটা ঠিক। কিন্তু তার জন্য যে পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছে, তাতেই অনেক শাস্তি হয়েছে ওর। |
ভেবেছিলাম সুপ্রিম কোর্ট হয়তো একটু নমনীয় হবে। দুঃখ প্রকাশ করার ভাষা নেই। |