আজ শুক্রবার, শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হতে চলেছে জাতীয় স্তরের মহিলাদের নাট্য উৎসব ‘সমন্বয়’। রঙ্গকর্মী নাট্যদল ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগে চারদিন ধরে চলবে এই উৎসব। সঙ্গীত ভবনের অতিথি অধ্যাপক তথা এই নাট্য উৎসবের সংযোজক সলিল সরকার বলেন, “মূলত নারী কেন্দ্রিক এই উৎসব চলবে সোমবার পর্যন্ত। নাট্যচর্চার সঙ্গে সঙ্গে থাকছে আলোচনাও। ‘সমসাময়িক নাট্যচর্চায় নারী পরিচালকদের অবদান’ শীর্ষক আলোচনায় যোগ দেবেন বহু বিশিষ্ট জন। এই নাট্য উৎসবে একক অভিনয়ের পাশাপাশি আলোচনায় থাকছেন দেশবিদেশের অভিনেত্রী থেকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, নবনীতা দেবসেন প্রমুখ। বিশিষ্ট নাট্য পরিচালক ঊষা গঙ্গোপাধ্যায়ের একক অভিনীত ‘অন্তরযাত্রা’ দিয়ে শুরু হছে নাট্য উৎসব। শনিবার হবে তিজন বাঈ অভিনীত ‘পাণ্ডবাণী’। রবিবার থাকছে এনএসডি-র (ন্যাশন্যাল স্কুল অফ ড্রামা) অধিকর্তা অনুরাধা কপুর পরিচালিত অভিনেত্রী সীমা বিশ্বাসের একক অভিনয় ‘জীবিত ইয়া মৃত’। রঙ্গকর্মী নাট্য গোষ্ঠীর সাম্প্রতিক প্রযোজনা ‘হম মুখ তারা’ অভিনীত হবে সোমবার। অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী সারা যাকের, অধ্যাপিকা তপতী মুখোপাধ্যায়, অধ্যাপিকা সবুজকলি সেন প্রমুখ।
|