পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ও সিপিএম সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হল সিউড়ি। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সিউড়ি থানার ভগবানবাটি গ্রামে। পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছে। আহতেরা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের প্রাথমিক স্কুলের বাইরে দুই দলের সংঘর্ষ হয়। তৃণমূলের পক্ষে দাবি করা হয় যে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ওই দিন সন্ধ্যায় তাদের কর্মীরা প্রাথমিক স্কুলের বাইরে বৈঠক করছিল। সেই সময় স্থানীয় ও বহিরাগত ৩০-৪০ জন সিপিএম সমর্থক বোমা, লাঠি ও ইট-পাথর নিয়ে তাদের সমথর্কদের আক্রমণ করে। সিপিএমের পাল্টা দাবি, ওই স্কুল চত্বরে একটি মাচায় প্রতিদিনই তাদের সমর্থকেরা সন্ধ্যায় বসে। বুধবারও একই ভাবে বসেছিল। তৃণমূল সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাদের সমর্থকদের উপর চড়াও হয়। তৃণমূলের সিউড়ি ১ ব্লক সভাপতি নুরুল ইসলামের দাবি, “ওই এলাকায় সিপিএম বরাবর সন্ত্রাস তৈরি করে এসেছে। এ বারও পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় ভীতি সৃষ্টি করতেই এখন থেকে ময়দানে নেমে পড়েছে।” সিপিএমের সিউড়ি জোনাল সম্পাদক দেবাশিস গঙ্গোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, “ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল যে অত্যাচার শুরু করেছে, তাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ আর ওদের পাশে নেই, তা বুঝতে পেরেছে। তাই এখন থেকেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে।” এলাকার মানুষের প্রশ্ন, “নির্বাচনের এখনও দিন ঘোষণা হল না। এর মধ্যেই দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে গেল?” |