পাঁচটি ব্লকের চাষিদের নিয়ে প্রশিক্ষণ শিবির হল কালনা মহকুমা কৃষি খামারে। তাল, তৈলবীজ, বাদাম-সহ বেশ কিছু শস্য চাষ নিয়ে আলোচনা হয়। অল্প জলে কীভাবে চাষ করা যায় তা নিয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেন। জৈব সার ব্যবহারেরও পরামর্শ দেন তাঁরা। ছিলেন সহ-কৃষি অধিকর্তা নিলয় কর, মন্তেশ্বরের কৃষি আধিকারিক রঙ্গন বন্দ্যেপাধ্যায়, কালনা ২ ব্লকের কৃষি আধিকারিক ভাস্কর দত্ত।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে তেওয়ারিবাগান সাথী সঙ্ঘ ১১৮ রানে হারাল তরুণ স্পোর্টিং ক্লাবকে। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে তেওয়ারিবাগান ৩৫ ওভারে আট উইকেটে ২৪২ রান করে। দলের বিশাল শিকদার ৬১, মহম্মদ কামরান ৪১ ও মুন্সি সওকত আলি ৩২ রান করেন। কার্তিক রায় ২০ রানে ৪ ও সন্দীপ ঠাকুর ১১ রানে ৪ উইকেট দখল করেন। জবাবে তরুণ ২২.৪ ওভারে ১২৪ রান করে। তরুণের অর্ণব মণ্ডল ৪০ রানে ২ ও সুমিত মহান্ত ৩২ রানে ২ উইকেট দখল করেন। দলের মুকেশ রাউত করেন ৪৫ ও বিজয় রাউত ২৩ রান করেন।
|