তৃণমূলের প্রস্তুতি সভায় হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় গলসির চান্না গ্রামের ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন দিব্যেন্দু সামন্ত ও প্রদীপ চৌধুরী নামে দুই তৃণমূল সমর্থক। পরে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতির্র্ করা হয়েছে। আহত প্রদীপবাবুর দাদা অনুপ চৌধুরী বলেন, “বুধবার সন্ধ্যার দিকে গ্রামের আদিবাসী পাড়ায় পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল একটি সভা করছিল। সেখানে ছিলেন দলের গলসি ২ ব্লকের সভাপতি বাসুদেব চৌধুরী। আচমকা ওই সভায় ২০-২৫ জন সিপিএম সমর্থক লাঠি, রড, বল্লম নিয়ে হামলা চালায়। এই হামলায় আমার ভাই ও দিব্যেন্দু আহত হয়েছে।”
তৃণমূলের নেতাদের দাবি, এলাকার খানো পঞ্চায়েত সিপিএমের দখলে। এলাকায় তৃণমূল প্রভাব রুখতেই এই হামলা চালিয়েছে সিপিএম। তবে সিপিএমের বর্ধমান জেলা কমিটির সম্পাদক অমল হালদার বলেন, “ওই গ্রামে মিটিং করতে গেলে তৃণমূলের লোকেরা আদিবাসী পাড়ায় ঢুকে আমাদের কয়েকজন সমর্থককে মারধর করে। তার জেরেই ওদের দুজন আহত হয়েছেন। পুলিশ অবশ্য আমাদের লোকেদের গ্রেফতার করেছে।”
গলসি থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে সিপিএম ও তৃণমূল দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আপাতত দুই সিপিএম সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। |