রেজিস্ট্রারের অপসারণ চেয়ে ফের সরব হলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি’র শিক্ষক ও পড়ুয়াদের একাংশ। বুধবারের মতো বৃহস্পতিবারও তাঁরা ক্যাম্পাসে মিছিল বের করেন। বিক্ষোভ অবস্থাও করেন। তাঁদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন রেজিস্ট্রার। রেজিস্ট্রার পিএস সাধু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। বিক্ষোভকারী শিক্ষক ও পড়ুয়াদের অভিযোগ, এই রেজিস্ট্রার অনায্য ভাবে বর্তমানে গ্রন্থাগারিক হিসাবে কর্মরত মানিক মণ্ডলকে অবসর নিতে বাধ্য করছেন। এমনকী মানিকবাবুর হয়ে সওয়াল করতে গেলে কয়েকজন শিক্ষকের সঙ্গে রেজিস্ট্রার অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। চার জনের নামে পুলিশের কাছে অভিযোগও করেন তিনি। প্রতিবাদে শিক্ষক ও পড়ুয়াদের একাংশ তাঁর অপসারণ চেয়ে বিক্ষোভে নামেন। তবে রেজিস্ট্রারের বক্তব্য, মানিকবাবুর বয়স ৬০ হয়ে গিয়েছে। সুতরাং নিয়ম মেনেই অবসর নিতে হবে। মানিকবাবুর অবশ্য দাবি, এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীন। মন্ত্রকের নিয়ম অনুযায়ী তিনি আরও দু’বছর অর্থাৎ ৬২ বছর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন। তবে রেজিস্ট্রার জানান, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ম অনুযায়ী একজন সহকারী গ্রন্থাগারিক ৬২ বছর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু গ্রন্থাগারিক হিসাবে অবসর নেওয়ার বয়স ৬০। তাঁর দাবি, মানিকবাবুকে সেই নিয়ম মনে করিয়ে দিয়েই তাঁর অনুগামীদের রোষের মুখে পড়েছেন তিনি। |