স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মহিলা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহির ঘটনা। তাঁর নাম কাবেরী মণ্ডল। তাঁর পরিবারের দাবি, পরিত্যক্ত খোলামুখ খনির জলে তলিয়ে গিয়েছেন তিনি। পুলিশকে ডুবুরি আনার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, কুমারডিহি গোয়ালাপাড়ায় বাপের বাড়িতে থাকতেন স্বামীবিচ্ছিন্না ওই মহিলা। বৃহস্পতিবার সকালে গ্রামের পরিত্যক্ত খোলামুখ খনিতে তিনি স্নান করতে গিয়েছিলেন। অনেক ক্ষণ পরেও ফিরে না আসায় সেখানে গিয়ে বাড়ির লোকজন দেখেন, পাড়ে কাবেরীদেবীর শাড়ি রয়েছে। বাড়ির লোকজনের দাবি, এর আগে জুলাইয়ে এক ছাত্র ওই খনিতে তলিয়ে যায়। তখনই বাসিন্দারা দাবি করেন, খনিমুখ ভরাট করতে হবে বা কেউ যাতে খনিতে না নামতে পারে, তার ব্যবস্থা করতে হবে। কিন্তু ইসিএল তা করেনি। ইসিএল কর্তৃপক্ষ জানান, ওই খনির কাছে যেতে নিষেধ করে প্রচার করা হয়েছে।
|
ভোজালির আঘাতে জখম এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে কাঁকসা থানার খাটপুকুরের কাছ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর বাড়ির লোকজন তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে স্থানান্তরিত করেন। পুলিশ জানিয়েছে, সন্দীপ চক্রবর্তী নামে ওই ব্যক্তি বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ দুর্গাপুর থানার ভিড়িঙ্গির কাছে রাস্তায় হাঁটছিলেন। তখনই জনা কয়েক দুষ্কৃতী তাঁকে মোটরবাইকে তুলে নিয়ে যায়। পরে খাটপুকুরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। পুলিশকে সন্দীপবাবু জানিয়েছেন, ভিড়িঙ্গির একটি পরিবহন সংস্থায় চালকের কাজ করতেন তিনি। তবে কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হওয়ায় মাস তিনেক আগে কাজ ছেড়ে দেন। পুলিশ জানায়, পুরনো সেই গোলমালই এ দিনের ঘটনার কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
|
এক আইআরবি জওয়ানের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়েছে এক সিআইএফ জওয়ানকে। বৃহস্পতিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগরের ঘটনা। পুলিশ জানিয়েছে, একই বাড়ির দু’টি তলায় ওই দুই জওয়ান সপরিবার ভাড়া থাকেন। বৃহস্পতিবার আইআরবি জওয়ান অভিযোগ করেন, বুধবার রাতে তাঁর অবর্তমানে রাকেশ মণ্ডল নামে ওই সিআইএফ জওয়ান তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেন। ঘটনার পরে তাঁর স্ত্রী অজ্ঞান হয়ে যান। পরে ছেলে টিউশন থেকে ফিরে তাঁকে ফোন করে। বাড়ি ফিরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওই জওয়ান। বুধবার থানায় অভিযোগ করেন তিনি। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে।
|
পরিস্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার কাঁকসায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের কার্যালয়ে প্রায় ঘণ্টা দুয়েকের বিক্ষোভ চলে। সহকারী বাস্তুকার উজ্জ্বল দেবকে কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখাও হয়। বাসিন্দাদের অভিযোগ, কাঁকসার ২ ও ৩ নম্বর কলোনিতে পানীয় জল সরবরাহ অপ্রতুল। সকাল ও বিকালে দু’ঘন্টা মাত্র জল সরবরাহ করা হয়। বিদ্যুৎ না থাকলে তাও বন্ধ। এছাড়া যে জল আসে তা পানের অযোগ্য। এলাকায় পানীয় জলের বিকল্প কোনও উৎসও নেই। ফলে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। ব্লক প্রশাসনের আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ ওঠে।
|
নির্মীয়মাণ বিমাননগরীর কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। নাম শেখ সিরাজুল। বাড়ি বর্ধমানের ফরিদপুর ব্লকের আরতি গ্রামে। অন্ডালে ওই বিমাননগরীর দক্ষিণখণ্ড-আমকোলা সাইডিংয়ের নিরাপত্তা আধিকারিক জে পি শর্মার অভিযোগ, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বৃহস্পতিবার সিরাজুল কিছু লোক নিয়ে এসে কর্মীদের উত্তক্ত্য করেন ও কাজে বাধা দেন। তৃণমূল কর্মী বলে পরিচিত সিরাজুলের দাবি, গ্রামের জনা পঞ্চাশ বর্গাদার ক্ষতিপূরণ না পাওয়ায় তাঁদের নিয়ে তিনি বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন।
|
সিএবি পরিচালিত সারা রাজ্য আন্তঃ মহকুমা ক্রিকেটের সেমিফাইনালে জিতল আসানসোল মহকুমা। বৃহস্পতিবার চিনসুরা মাঠে তারা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বারুইপুর ১৩৫ রান করে। জবাবে ১ উইকেটে জয়ী হয় আসানসোল। ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন বিজয়ী দলের ভিকি শর্মা।
|