তৃণমূলের যুব জেলা সভাপতির নাম ছাপা প্যাডে ব্যবসায়ীকে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম ভগবান রুইদাস ও তীর্থময় বন্দ্যোপাধ্যায়। তাদের বাড়ি জামুড়িয়ার নন্ডী গ্রামে। তৃণমূলের প্রদেশ কমিটির সদস্য হারাধন ভট্টাচার্য বলেন, “ওরা দলের কোনও কর্মী নয়। তবে দলীয় মিছিলে বার দুয়েক তাদের হাঁটতে দেখা গিয়েছে।
বুধবারই তৃণমূলের যুব জেলা সভাপতির নাম ছাপা প্যাডে ব্যবসায়ীকে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যুব জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানান, তিনি জানতে পারেন ওই দুই ব্যবসায়ীকে কেউ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং তার নীচে অভিজিৎবাবুর নাম লেখা প্যাড ব্যবহার করে দু’বার চিঠি দিয়েছে। প্রথম চিঠিতে ওই দুই ব্যবসায়ীর কাছে দশটি সাইকেল চাওয়া হয়েছিল। না দিলে কয়েক দিন পর আবার ওই দুই ব্যবসায়ীকে একই চিঠিতে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়। অভিজিৎবাবু জানিয়েছিলেন, “মঙ্গলবার ওই চিঠি-সহ জামুড়িয়া থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি।” স্থানীয় তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই প্যাড যারা ব্যবহার করেছেন, তাঁরা সবাই যুব তৃণমূলের সঙ্গে যুক্ত। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অজয় প্রসাদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। |