|
|
|
|
দুই ব্যবসায়ীর খোঁজ মেলেনি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির দুই ব্যবসায়ী অপহরণের অভিযোগের ঘটনার চারদিন পরেও পুরোপুরি অন্ধকারে পুলিশ। কমিশনারেটের একটি দল অসমে গেলেও তারা সেরকম কোনও তথ্য পায়নি বলে পুলিশ সূত্রের খবর। বঙ্গাইগাঁও পুলিশ রবিবার রাতে ওই ঘটনায় যুক্ত সন্দেহে দু’জনকে গ্রেফতার করলেও ব্যবসায়ীদের হদিস পায়নি। মঙ্গলবার ব্যবসায়ীদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয় সিপিএম। পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “তদন্ত চলছে। ব্যবসায়ীদের খোঁজ করা হচ্ছে।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ব্রহ্মপুত্র মেল ধরে নিউ জলপাইগুড়ি থেকে বঙ্গাইগাঁওয়ের উদ্দেশে রওনা হন শিলিগুড়ির দুই ব্যবসায়ী বিনোদ মিত্তল এবং সুরেশ অগ্রবাল। বঙ্গাইগাঁওয়ের বিধায়কের সচিবের পরিচয় দিয়ে এক ব্যক্তি বিনোদবাবুকে ফোন করে বড় বরাত রয়েছে বলে জানান। বিধায়ক তাঁকে ডেকে পাঠিয়েছেন বলে জানান।
ওই দিন দুপুর ২টা নাগাদ ট্রেন কোচবিহারে থাকার সময়ে মোবাইলে পরিবারের লোকের সঙ্গে বিনোদবাবুর কথা হয়। বিকাল সাড়ে ৪টার পর থেকে তাঁদের মোবাইল ফোন ‘আউট অফ রিচ’ হয়ে যায়। রাত ১২টার পর থেকে মোবাইল অফ হয়ে যায়। শুক্রবার বিনোদবাবুর ভাই বিমলবাবু শিলিগুড়ি থানায় অপহরণের মামলা দায়ের করেছে।
সিপিএমের শিলিগুড়ি-২ নম্বর লোকাল কমিটির সম্পাদক সঞ্জয় টিব্রুয়াল বলেন, “শিলিগুড়ি ব্যবসায়িক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে নেপালের দুই ব্যবসায়ী অপহরণ-খুনের ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশের গুরুত্ব দিয়ে দেখা উচিত।” |
|
|
|
|
|