টুকরো খবর |
সিপিএমের মিছিল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলের নেতাদের উপর হামলা ও চাপ সৃষ্টির অভিযোগ তুলে কোচবিহারে মিছিল করল সিপিএম। মঙ্গলবার বিকালে জেলা সিপিএম অফিস থেকে ওই মিছিল বার হয়ে শহর পরিক্রমা করে। সিপিএমের অভিযোগ, গত সোমবার রাতে দলীয় সভা থেকে ফেরার সময় আক্রারহাটে জেলা সম্পাদকমন্ডলীর এক সদস্য প্রাক্তন সভাধিপতি জ্ঞানেন্দ্রচন্দ্র চন্দের গাড়ি দাঁড় করিয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। চালককে মারধর ছাড়াও জ্ঞানেন্দ্রবাবুকে হেনস্থা করা হয়। পাশাপাশি, তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান সুভাষ ভাওয়ালকে অবৈধ ভাবে অস্থায়ী কর্মী নিয়োগের জন্য চাপ দেওয়া হচ্ছে। যার জেরে তিনি অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি। দুইটি বিষয় নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয় বলে জেলা সম্পাদকমণ্ডলী সদস্য অনন্ত রায় জানান। তৃণমূল দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছে।
|
নারী পাচারে ধৃত মহিলা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এক গৃহবধূকে পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটে কামাক্ষাগুড়ি রেল স্টেশনে। ধৃত মহিলাকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে হাজির করানো হয়। আদালতের সরকারি আইনজীবী মহম্মদ রফি জানিয়েছেন, ধৃতের নাম জ্যোৎস্না বর্মন। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খোয়ারডাঙার বাসিন্দা ওই বধূগত ১১ মার্চ স্বামীর সঙ্গে গোলমাল করে বাড়ি থেকে টাকা ও সোনার গয়না নিয়ে বার হয়ে যান। তার পরে ওই মহিলার ধৃতের খপ্পরে পড়েন। তার দাবি, ওই বধূর সঙ্গে তার এক আত্মীয়ের সম্পর্ক ছিল। তার কথা মতই তিনি বধূটিকে নিয়ে যাচ্ছিলেন।
|
২৭শে শহরে দলাই লামা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
২৭ মার্চ শিলিগুড়িতে আসছেন দলাই লামা। ২৯ মার্চ পর্যন্ত শিলিগুড়িতে থাকার কথা। প্রশাসন সূত্রের খবর, ২৪ মার্চ দিল্লি থেকে বাগডোগরা হয়ে দক্ষিণ সিকিম যাবেন তিনি।
রাবাংলায় ‘এশিয়ার বৃহত্তম’ বুদ্ধ-মূর্তির উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে ২৭ মার্চ শিলিগুড়ি আসবেন। ওইদিন শালুগাড়ার কালচক্র বৌদ্ধ গুস্ফায় বেলা ১২টা থেকে ৫ টা পর্যন্ত ধর্মীয় আলোচনায় উপস্থিত থাকবেন তিনি। ২৮ মার্চ সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এই আলোচনা সভা চলবে। বিশ্ব শান্তি ,ধর্মীয় বাণী ইত্যাদি নিয়ে আলোচনা করবেন তিনি। ২৯ তারিখে তিনি ফিরে যাবেন। ওই দিনও বেলা ১২ টা পযর্ন্ত আলোচনা সভা চলবে বলে জানান হিমালয়ান বৌদ্ধ গুস্ফা কালচারাল অ্যাসোসিয়েশনের সচিব সোনম লুনদুপ লামা। উত্তরবঙ্গ সহ নেপাল ভুটান থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার বৌদ্ধ ধমার্বলম্বী মানুষ এতে যোগ দেবেন। ২০১০ সালে শিলিগুড়ি এসেছিলেন দলাই লামা।
|
গ্রামবাসীর নালিশ
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
গ্রাম উন্নয়ন সচিবের পরিবার বাড়ি তৈরির জন্য দু’বার সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন বলে অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসী। ফালাকাটা ব্লকের ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীরা জানান, পঞ্চায়েত এলাকার গ্রাম উন্নয়ন কমিটির এক সচিব তার বাবার নামে দু মাসের মধ্যে ‘আমার বাড়ি’ এবং ‘ইন্দিরা আবাসে’র টাকা পান বলে অভিযোগ। তৃণমূলের ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসন্ন রায় এই প্রসঙ্গে বলেন, “ওই সচিব ব্যাঙ্কে জমা পড়া ইন্দিরা আবাসের এক কিস্তির টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন। বাড়ি তৈরির জন্য দুই বার টাকা নেওয়া যায় না তা তিনি জানতেন না বলে জানিয়েছেন।”
|
জাতীয় সেমিনার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
‘দর্শনের স্বরূপ’ বিষয়ে জাতীয় সেমিনার হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমি স্টাফ কলেজের ডিরেক্টর রঘুনাথ ঘোষ। বক্তাদের মধ্যে ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল ফর ফিলোজফিক্যাল রিসার্চের সদস্য তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রদ্যুৎকুমার মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের সঙ্গে যুক্ত পার্থ ঘোষ এবং অধ্যাপক গৌতম ভদ্র।
|
দুর্ঘটনায় পা বাদ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ট্রেনে ধাক্কায় এক কিশোরী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর থানার সুকান্তপল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত কিশোরীর নাম নিভা লাল (১১)। তার বাড়ি ইসলামপুর লাগোয়া বিহারের পুটিয়া এলাকায়। এদিন রেল লাইন পার হওয়ার আপ রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিভার একটি পা গুরুতর জখম হয়। পরে পা কেটে বাদ দিতে হয়। বর্তমান সে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
|
আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ব্যাঙ্ক পরিষেবায় গ্রাহকদের অভিযোগ ও প্রতিকার নিয়ে আলোচনাসভা হল ইসলামপুরে। মঙ্গলবার ইসলামপুরের জৈন ভবনে ওই সভায় উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক সুশান্ত কুমার দাস-সহ প্রশাসনিক ও নানা ব্যাঙ্কের অফিসারেরা। সভায় গ্রাহকেরা নানা সমস্যা তুলে ধরেন।
|
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে চাকুলিয়া থানার কানকি এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তুফান ঋষি (৩০)। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|
গ্রেফতার দুই |
নেশার ওষুধ বিক্রির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রধাননগর এসএনটি বাস স্ট্যান্ডের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
|