|
|
|
|
নকল, হাতেনাতে ধৃত ৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নকল করার সময় হাতেনাতে ধরা পড়ায় ৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করলেন মহকুমাশাসক রচনা ভগত। মঙ্গলবার খড়িবাড়ির বাতাসি শাস্ত্রীজি হাই স্কুলে ঘটনাটি ঘটেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে ২জন ছাত্র এবং ১ জন ছাত্রী। তারা অধিকারী কৃষ্ণকান্ত হাই স্কুলের পড়ুয়া। এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ মহকুমাশাসক ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। ওই ৩ পরীক্ষার্থীর সঙ্গে নকল করার নথিপত্র থাকার বিষয়টি নজরে পড়ে তাঁর। তখনই তাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। নকল করতে সঙ্গে রাখা উত্তর লেখা এবং জেরক্স করা কাগজ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এর পরেই স্কুলের প্রধান শিক্ষিকাকে ডেকে মহকুমাশাসক ওই তিন পরীক্ষার্থীর এ দিনের পরীক্ষা বাতিল করার নির্দেশ দেন। খড়িবাড়ি পরীক্ষা কেন্দ্রগুলির দায়িত্বে থাকা আধিকারিককে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে রিপোর্ট দিতে বলা হয়েছে। তা দেখেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নেবে বাকি পরীক্ষা ওই ৩ পরীক্ষার্থী দিতে পারবেন কি না।
পরীক্ষা কেন্দ্রে যে শ্রেণিকক্ষে বসে তারা পরীক্ষা দিচ্ছিলেন সেখানে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মহকুমাশাসক বলেন, “এ দিন খড়িবাড়ির বাতাসিতে ওই স্কুলে ৩ জন পরীক্ষার্থী সঙ্গে নকল করার কাগজপত্র নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তাদের এ দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে। যাঁরা ওই শ্রেণিগুলিতে নজরদারির কাজে ছিলেন বিষয়টি তাদের নজরে পড়েনি কেন তা জানতে চাওয়া হবে।” পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার উপ সচিব উৎপল কুমার বিশ্বাস জানান, নকল করার সময় ধরা পড়ায় ৩ জন পরীক্ষার্থীর এ দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে। কেন্দ্রের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাতাসির শাস্ত্রীজি হাই স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিলা দত্ত জানান, মহকুমাশাসকের নির্দেশে ওই ৩ জনের এ দিন পরীক্ষা বাতিল করা হয়েছে। তিন জনেই কলা বিভাগের পড়ুয়া। এ দিন সমাজ বিজ্ঞানের পরীক্ষা ছিল তাদের। নিয়ম মেনে ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। সওয়া ১টা নাগাদ পরীক্ষা শেষ হয়। বেলা সাড়ে ১২ টা নাগাদ মহকুমাশাসক ওই পরীক্ষা ক্ষেত্রে ঘুরে দেখেন। ২ টি শেণিকক্ষে নকল করার বিষয়টি নজরকে পড়ে তার। হাতেনাতে ধরা পড়া ১৬ নম্বর ঘরে দুই ছাত্রের কাছ থেকে এবং ৮ নম্বর ঘরে অভিযুক্ত ছাত্রীর কাছ থেকে নকল করার নথি উদ্ধার করা হয়। প্রতিটি ঘরে ২ জন শিক্ষক নজরদারি করছিলেন। ওই পরীক্ষার্থীরা নকল করলেও তা কী করে তাদের নজর এড়িয়ে গিয়েছে তাদের কাছে জানতে চাওয়া হবে। খড়িবাড়ি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সচিব অশোক নাথ জানান, নজরদারির কাজে যুক্ত শিক্ষকদের লিখিত বয়ান নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে তা পাঠানো হচ্ছে। |
|
|
|
|
|