|
|
|
|
অবৈধ নির্মাণ নিয়ে আপত্তি করায় হুমকি, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অবৈধ নির্মাণ নিয়ে আপত্তি করায় হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় নালিশ জানালেন কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি থানায় ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ্ত সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন এলাকার কাউন্সিলর রুমা নাথ। অভিযোগ, তাঁর ওয়ার্ডে চানাপট্টিতে প্রদীপ্তবাবু নকশাছাড়াই বাড়িতে দোতলার ছাদ ঢালাই করছিলেন কয়েক মাস আগে। সে সময় তিনি আপত্তি করায় কাজ আটকে যায়। এর পর সোমবার তিনি জানতে পারেন অবৈধভাবে ইতিমধ্যেই ওই বাড়িটি ৪ তলা পর্যন্ত নির্মাণ কাজ করা হয়েছে। এর পরেই তিনি ওই দিন পুরসভায় মেয়রকে অভিযোগ জানাতে যান। মেয়র শহরের বাইরে রয়েছে জানতে পেরে বিল্ডিং বিভাগে গিয়ে আধিকারিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তা জেনে অভিযুক্ত ফোনে তাঁকে হুমকি দেন বলে অভিযোগ।
পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান বলেন, “গুরুতর অভিযোগ। পুরসভার কার্য নির্বাহী বাস্তুকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছি।” অভিযুক্ত প্রদীপ্তবাবু জানান, বাবা অসুস্থ রয়েছেন। তিনি এ সব নিয়ে কথা বলতে চান না। দলের কাউন্সিলরকে হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অন্যান্য কাউন্সিলররাও। কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক বলেন, “কড়া হাতে এ সবের মোকাবিলা করা দরকার। একেই অবৈধ নির্মাণ কাজ করা হচ্ছে। তা নিয়ে কাউন্সিলর বলতে গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। অন্তত ৬ মাস আগে কাউন্সিলর ওই নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এখনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন বুঝতে পারছি না। ওই নির্মাণ কাজ ভেঙে দেওয়া দরকার।” মেয়রও জানিয়েছেন শহরে ফিরেই তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
কাউন্সিলর রুমা দেবী বলেন, “ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছি। তাতে কাজ না হওয়ায় অভিযুক্ত সাহস পেয়েছেন। রাতে ফোন করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বাড়িতে ১ হাজার লোক পাঠাবেন বলছেন। ফের কিছু বললে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছেন। পুলিশকে বিস্তারিত জানিয়েছি।” পুরসভারই একটি সূত্র জানিয়েছে, মাস ছয়েক আগে কাউন্সিলরের কাছ থেকে অভিযোগ পেয়ে পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা খতিয়ে দেখতে যান। সে সময় প্রদীপবাবু জানিয়েছিলেন অসুস্থ বাবার থাকার সুবিধার জন্য তিনি একটি ঘর তৈরি করছেন। পুরসভার তরফে অবৈধ নির্মাণ কাজ বন্ধ রাখতেও বলা হয়েছিল। তাতে যে কাজ হয়নি তা স্পষ্ট।
বাসিন্দাদের অভিযোগ, চানাপট্টি ছাড়াও শেঠ শ্রীলাল মার্কেটে আদর্শ বিদ্যালয় ভবন, ল্যান্ড মার্ক মার্কেট কমপ্লেক্স, ১৩ নম্বর ওয়ার্ডে সেবক রোড লাগোয়া একটি নির্মাণ, বর্ধমান রোডে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে রাস্তার দু’দিকে একটি ভবন তৈরি এবং অপরটির সংস্কারের কাজ নিয়ে, মেয়র হোটেলের সংস্কার কাজ নিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ উঠলেও কোনও ক্ষেত্রেই পুর কর্তৃপক্ষ ব্যবস্থা নেননি। মেয়রের ওয়ার্ডে ঋষি অরবিন্দ রোডে অবৈধ নির্মাণের অভিযোগও রয়েছে। নকশা অনুমোদন ছাড়াই যে ১১টি ভবনের নির্মাণ কাজ নিয়ে বোর্ড মিটিংয়ে অভিযোগ উঠেছিল সে সব ক্ষেত্রেও পুরসভা উদাসীন। |
|
|
|
|
|