শিলিগুড়ির দুই ব্যবসায়ী অপহরণের অভিযোগের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে গোসাইগাঁও পুলিশ। সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই ঘটনায় আরও ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কোকরাঝাড়ের পুলিশ সুপার সুনীল কুমার বলেন, “অপহরণের সঙ্গে যুক্ত থাকতে পারে সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে কোনও সূত্র পাওয়া যাবে বলে আশা করছি।” পাশাপাশি, এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের একটি দল গোসাইগাঁও গিয়েছেন। তাঁরাও ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “ঘটনার তদন্ত চলছে। আশা করছি শীঘ্রই ব্যবসায়ীদের কোনও হদিশ পাওয়া যাবে।”
গত বৃহস্পতিবার শিলিগুড়ির দুই ব্যবসায়ী বিনোদ মিত্তল এবং সুরেশ অগ্রবাল ব্রহ্মপুত্র মেল ধরে গোসাইগাঁওয়ের উদ্দেশে রওনা হন। বিনোদবাবু শিক্ষাসামগ্রী সরবরাহের কাজ করেন। সে কাজেই গোসাইগাঁওয়ের সচিবের পরিচয় দিয়ে এক ব্যক্তি বড় বরাত রয়েছে বলে বিনোদবাবুকে জানান। তাঁর সঙ্গে দেখা করতেই তাঁরা সেখানে যাচ্ছিলে। ওইদিন দুপুর আড়াইটা নাগাদ বিনোদবাবুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের মোবাইলে ফোনে কথা হয়। বেলা সাড়ে ৪টার পর থেকে তাঁদের মোবাইল ‘আউট অফ রিচ’ হয়ে যায়। বেলা ১২টার পর থেকে মোবাইল ‘সুইচ অফ’ হয়ে যায়। শুক্রবার সকালে বিনোদবাবুর ভাই বিমলবাবু শিলিগুড়ি থানায় অপহরণের অভিযোগ করেন। |