বাইশ মাসে সাড়ে পাঁচ কিলোমিটার!
সরকারি চাকরিপ্রাপ্তের সংখ্যা নিয়ে সরকারের দাবি প্রসঙ্গে বিতর্ক চলছেই। তার পাশাপাশি তৃণমূল জমানায় রাজ্য সরকার কত নতুন রাস্তা তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি হল তা নিয়েও।
কংগ্রেস বিধায়ক অসিত মিত্র বিধানসভায় সোমবার প্রশ্ন করেন, ২০১১ সালের ১ জুন থেকে এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কত কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে?
জবাবে পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার জানান, ওই পর্বে সাড়ে পাঁচ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে রাজ্যে। তৃণমূল ক্ষমতায় আসার প্রায় দু’বছর পরেও এত সামান্য রাস্তা তৈরি হয়েছে শুনে স্বাভাবিক ভাবেই বিস্মিত হন অসিতবাবু। তিনি বারবার সুদর্শনবাবুর কাছে জানতে চান, মন্ত্রী ঠিক বলছেন কি না। চার বার ওই প্রশ্নের জবাবে একই উত্তর দেন সুদর্শনবাবু। অসিতবাবু দ্বিতীয় প্রশ্ন করেন, ওই পর্বে পাকা রাস্তা
নির্মাণের লক্ষ্যমাত্রা কত ছিল? সুদর্শনবাবু উত্তরে জানান, ২০.৩৫ কিলোমিটার। এই দুই উত্তর শোনার পরই হইচই শুরু করেন বিরোধীরা। প্রশ্ন ওঠে, রাস্তা তৈরির ব্যাপারে সরকারের ভূমিকা এত খারাপ কেন? মন্ত্রী এক বার বলেন, অনেক সমস্যা আছে। আর এক বার বলেন, পূর্ত দফতরের মূল কাজ রাস্তার রক্ষণাবেক্ষণ করা। অসিতবাবু বলেন, “আপনাকে কে মন্ত্রী করেছে? আপনি তো দফতরের কিছুই জানেন না!”
এ কথা শুনেই ক্ষিপ্ত হয়ে উঠে পাল্টা চেঁচামেচি শুরু করেন তৃণমূল বিধায়করা। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অসিতবাবুকে বলেন, “সভার মেজাজ নষ্ট করবেন না।” পরে অসিতবাবু স্পিকারের সঙ্গে দেখা করে জানান, বিধায়কদের প্রশ্ন করার প্রক্রিয়াটি অত্যন্ত সময় ও শ্রমসাপেক্ষ। অসিতবাবুর কথায়, “এত কষ্ট করে প্রশ্ন জমা দেওয়ার পর মন্ত্রী যদি ঠিকমতো জবাব না দেন, তা হলে কী করে চলে?” তাঁর দাবি, “স্পিকার আমার যুক্তি অস্বীকার করেননি।” পরে সিপিএম বিধায়ক আনিসুর রহমান বলেন, “মন্ত্রী রাস্তা তৈরির যে তথ্য দিয়েছেন, তাতে পাগলও হাসবে। এমন একটা তথ্য মন্ত্রী কি জেনে দিলেন? এই সরকারই তো বলছে, তাদের ১০০% কাজ হয়ে গিয়েছে।”
বিধানসভার মধ্যেই সুদর্শনবাবু সদস্যদের জানান, নতুন রাস্তা হয়েছে বাঁকুড়া বাইপাস। যার দৈর্ঘ্য সাড়ে পাঁচ কিলোমিটার। কালিম্পং বাইপাস হওয়ার কথা থাকলেও স্থানীয় ঠিকাদারদের নিয়ে সমস্যার কারণে তা করা যায়নি। তিনি আরও জানান, ২০১১-’১২ অর্থবর্ষে ৭৬১ কোটি টাকা বরাদ্দ ছিল। তার মধ্যে ৬৪৯ কিলোমিটার রাস্তা চওড়া করা হয়েছে, ৬৮০ কিলোমিটার রাস্তার মেরামতি হয়েছে। কিন্তু বিরোধীদের কটাক্ষ, সে সবই পুরনো রাস্তা। ১০০% কাজ করে ফেলা সরকার নতুন গড়েছে মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার! |