টুকরো খবর
বাবা খুনে ছেলের কারাদণ্ড
বাবাকে খুন করার দায়ে দশ বছরের কারাদণ্ড হল ছেলের। সোমবার এই সাজা দিয়েছেন রঘুনাথপুর আদালতের চতুর্থ ফ্যাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কর্ণপ্রসাদ বর্মন। এ দিন অভিযুক্ত ছেলে জনতা বাউরিকে তিনি দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের রায় দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, ২০১১ সালের ১১ মে’র ঘটনা। ওই দিন সকালে জমি সংক্রান্ত ঝামেলার জেরে বাড়ির মধ্যেই লাঠি দিয়ে বাবা তরণী বাউরিকে মেরেছিল ছেলে জনতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিকালে ছোট ছেলে ঝাড়খণ্ড বাউরি দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিল। সংশোধনাগারে বন্দি অবস্থাতেই জনতার বিচার চলেছে। সাজাপ্রাপ্তর পক্ষের আইনজীবী রবীন্দ্রনাথ মিশ্র বলেন, “অনিচ্ছাকৃত খুনের দায়ে বিচারক এই সাজা দিয়েছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট নই। হাইকোর্টে আবেদন জানাব।”

ধৃত দুই দুষ্কৃতী
মোটরবাইক ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ ইমরাজ ও সুরজকুমার রাউতের বাড়ি আদ্রার পাঁচুডাঙা এলাকায়। রবিবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুরের শাঁকা রেলগেটের কাছে এক ব্যক্তির কাছ থেকে বাইক ও মোবাইল ছিনতাই করেছিল তিন দুষ্কৃতী। তদন্তে নেমে পুলিশ ওই দুই জনকে ধরেতে পারলেও মূল পান্ডা পলাতক। ধৃতদের কাছে থেকে ছিনতাই হওয়া বাইক ও মোবাইল উদ্ধার হয়েছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়।

আসছেন মুখ্যমন্ত্রী
ফের বাঁকুড়ার জঙ্গলমহলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার বাঁকুড়ার জঙ্গলমহলে আসছেন তিনি। শেষবার ২০১১ সালে সারেঙ্গায় একটি জনসভা করেছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুকুটমণিপুরে তাঁর থাকার কথা। বাঁকুড়া জেলাশাসক বিজয় ভারতী বলেন, “মঙ্গলবার রাত কাটিয়ে বুধবার একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। রানিবাঁধ ব্লকের রাউতোড়া গ্রামের একটি ময়দানে তিনি জনসভা করবেন বলে জানা গিয়েছে।”

ফি বৃদ্ধির প্রতিবাদ
ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল ডিএসও। তাদের ক্ষোভ, পুরুলিয়া রাজ্যের পিছিয়ে পড়া জেলা। চলতি বছরে স্নাতক স্তরের পড়ুয়াদের ফর্ম-ফিলাপের ফি গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় জানান, যে-টুকু ফি বাড়ানো হয়েছে তা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখেই। তা ছাড়া, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউন্সিলে আলোচনা করেই।

দুর্ঘটনায় জখম ৩১
সারহুল উৎসবে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে জখম হল ৩১ জন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বরাবাজার থানার সরবেড়িয়া গ্রামের কাছে। আহতদের বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ৭ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

৫২ জনের জামিন
সিপিএম পরিচালিত বাঁকুড়ার ইঁদপুর পঞ্চায়েতে বিনা অনুমতিতে সভা করার অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী অচিন্ত্যকৃষ্ণ রায়। অচিন্ত্যবাবু-সহ ৫২ জন সিপিএম নেতাকর্মীকে সোমবার খাতড়া আদালতে হাজির করানো হলে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। অচিন্ত্যবাবুর অভিযোগ, “রাজ্যে অরাজকতা চলছে। এ জন্য দায়ী বর্তমান সরকার। এই ঘটনার সঙ্গে জড়িত কিছু তৃণমূল কর্মীদের দোষ দিয়ে কী হবে? সরকারই এ সব করাচ্ছে।”

যুবকের জেল
বাড়িতে ঢুকে বধূর শ্লীলতাহানি করা ও প্রতিবাদ করলে শ্বশুরকে মারধরে অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার কাশীপুর থানা এলাকায় তার বাড়ি থেকে ধরা হয় পিন্টু বাউরিকে। রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.