টুকরো খবর
পরীক্ষার মধ্যেই চলছে ক্লাস, বিতর্ক

পরীক্ষার মধ্যেই ক্লাস চলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে জেলার কয়েকটি স্কুলে। জেলা শিক্ষা দফতর অবশ্য জানিয়েছে, এই নিয়ে বিতর্কের কিছু নেই। ক্লাস চললেও পরীক্ষার্থীদের যাতে সমস্যা না-হয়, স্কুল কর্তৃপক্ষকে তা দেখতে বলা হয়েছে। উচ্চ মাধ্যমিক ছাড়াও হাইস্কুলে এখন একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছে। সাধারণত, এই সময় অন্য শ্রেণির ক্লাস হয় না। তবে কয়েকটি স্কুলে হচ্ছে। যেমন, মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা)। সোমবার একাদশ শ্রেণির পরীক্ষা ছিল। এ দিনই নবম ও দশম শ্রেণির ক্লাসও হয়েছে। স্কুল কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, ১৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছে। সোমবারই প্রথম ক্লাস হল। এখানে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়েছিল। তখন পঠনপাঠন বন্ধ ছিল। ছাত্রীদের কথা ভেবেই নবম ও দশম শ্রেণির ক্লাস শুরুর সিদ্ধান্ত। প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, “এ দিন দু’টি শ্রেণির ক্লাস হয়েছে। এ জন্য একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সমস্যা হয়নি।” জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়েরও বক্তব্য, “কিছু স্কুলে অন্য শ্রেণির ক্লাস হচ্ছে বলে শুনেছি। স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে, এর জন্য পরীক্ষার্থীরা যাতে সমস্যায় না-পড়ে, সেই দিকটি দেখতে হবে।”

খুনের চেষ্টার দায়ে কারাদণ্ড
প্রতিবেশী এক যুবককে খুনের চেষ্টার দায়ে ছ’বছরের জেল হল এক ব্যক্তির। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক) সঞ্জীবকুমার শর্মা সোমবার নন্দকুমার থানার বহিচবেড়িয়া গ্রামের শেখ সিকান্দার আলিকে দোষী সাব্যস্ত করে এই সাজা শোনান। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, বহিচবেড়িয়া গ্রামের একই পাড়ার বাসিন্দা শেখ আমিনুল আলি ও শেখ সিকান্দার আলি। দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। ১৯৯০ সালের ২৯ জুন বিকেলে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে আমিনুলকে ছুরি দিয়ে পেটে আঘাত করে সিকান্দার। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত সিকান্দারকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ সিকান্দারকে গ্রেফতার করে ও তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। সরকার পক্ষের আইনজীবী উত্তরসখা বেরা জানান, অভিযুক্ত সিকান্দারকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

রেলগেট বিকল
লেভেল ক্রশিংয়ের গেট বিকল হয়ে বিপত্তি। রেললাইনের উপরে চলে এসেছিল বাস, গাড়ি। সামনে দিঘা থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস। তবে, ট্রেন থেমে যাওয়ায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সোমবার বিকেল ৫টা নাগাদ তমলুক শহরের কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে তালপুকুর লেভেল ক্রশিংয়ে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। তবে দুর্ঘটনার সম্ভাবনার অভিযোগ উড়িয়ে দিয়ে তমলুক রেল স্টেশনের ম্যানেজার এস কে বিশ্বাস বলেন, “বিষয়টি নজরে আসার পরই দুরন্ত এক্সপ্রেসের চালককে জানিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী আগেই ট্রেন থামিয়ে দেন চালক। তবে, হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।” উল্লেখ্য, বছর দু’য়েক আগে এই রেলগেটের মধ্যে যাত্রীবাস ঢুকে পড়ার পর ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছিল। এ দিন তাই রেলগেট বিকল হয়ে পড়ায় আতঙ্ক ছড়ায়।

প্রহৃত ডিএসও কর্মী

ডিএসও’র কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। ঘটনাটি বেলদা কলেজের। ডিএসও’র অভিযোগ, সোমবার কলেজে গিয়ে টিএমসিপির কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত হন সংগঠনেরই কয়েকজন। এই প্রথম নয়, দু’দিন আগেও এমন ঘটনা ঘটে। প্রতিবাদে এদিন ধিক্কার মিছিল করে ডিএসও। টিএমসিপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, এ সব অপপ্রচার। পুলিশের বক্তব্য, কলেজ ক্যাম্পাস ও তার আশপাশের পরিবেশ স্বাভাবিক। কোনও উত্তেজনা নেই।

সবংয়ে আর্ট গ্যালারি

শিল্পীদের উদ্যোগে সবংয়ের দশগ্রামে তৈরি হল আর্ট গ্যালারি। একটি সংস্থার উদ্যোগে রবিবার গ্যালারির নিজস্ব ভবনের উদ্বোধন হল। ভবনে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের আবক্ষ মূর্তিরও আনুষ্ঠানিক উদ্বোধন হয় এ দিন। রবি ও সোমবার সর্বসাধারণের জন্য খোলা ছিল গ্যালারি। আগামীতে সপ্তাহে একদিন তা খোলা রাখা হবে। উদ্যোক্তা গোষ্ঠীর ৩৫ জন সদস্যের আঁকা বিভিন্ন ছবি ঠাঁই পেয়েছে ওই গ্যালারিতে। তাঁদের সকলের আর্থিক সাহায্যেই গ্যালারি তৈরি করা হয়েছে বলে সংস্থার প্রবীণ শিল্পী মৃত্যুঞ্জয় পাল জানিয়েছেন। তিনি বলেন, “সপ্তাহে একদিন সাধারণ মানুষের জন্য গ্যালারি খোলা হবে। এর বাইরে কোনও গুণগ্রাহী তা দেখতে এলে আমরা তা ব্যবস্থা করব।”

কেঁচো সারের ব্যবহার বাড়াতে
কেঁচো সারের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের পরিচালনায় ও ডিসস্ট্যান্স এডুকেশান কাউন্সিলের আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়েছে সোমবার। উদ্বোধন করেন উপার্চায রঞ্জন চক্রবর্তী। প্রশিক্ষণ শিবিরে ছাত্রছাত্রীরা ছাড়াও যোগ দিয়েছেন কৃষকেরা। কী ভাবে মাছ চাষ, উদ্যানপালন ও রেশম চাষে কেঁচো সার কাজে লাগানো যায়, তা নিয়ে চলছে প্রশিক্ষণ। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও জেলার নানা খামারে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.