টুকরো খবর |
পুলিশ হেফাজতে প্রাক্তন উপপুরপ্রধান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
এ বার পুলিশি হেফাজত হল মেদিনীপুরের প্রাক্তন উপ-পুরপ্রধান সুভাষময় ঘোষের। সোমবার তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে। কাল, বুধবার ফের তাঁকে আদালতে হাজির করা হবে। গত মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জেল হেফাজতে যান প্রাক্তন উপ-পুরপ্রধান। অবৈধ ভাবে জলের সংযোগ দেওয়ার জন্য পুরসভার স্ট্যাম্প এবং রসিদ জাল করার অভিযোগ ওঠে মেদিনীপুরে। দেখা যায়, জলের সংযোগের জন্য বেশ কয়েকজন ব্যক্তি অর্থ দিলেও তা পুরসভার কোষাগারে জমা পড়েনি। ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমন অভিযোগ এসেছিল ১৮ নম্বর ওয়ার্ড থেকে। শুরুতে পুর-কর্তৃপক্ষ ‘তদন্ত চলছে’ বলে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। শেষমেশ এই ঘটনা নিয়ে মেদিনীপুর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন উপপুরপ্রধান সুভাষময় ঘোষ, ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার কৃষ্ণা ঘোষ (সুভাষময়বাবুর স্ত্রী)-সহ ৪ জনের নামে মামলা রুজু করে পুলিশ। মামলা রুজুর পর সুভাষময়বাবুরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট তা খারিজ করে দেয়। পরিস্থিতি দেখে মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন প্রাক্তন উপ-পুরপ্রধান এবং তাঁর স্ত্রী তথা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। জেল হেফাজতের মেয়াদ শেষে আগামী ২৬ মার্চ ফের এঁদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে। এরই মধ্যে সুভাষময়বাবুকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবার মেদিনীপুর সিজেএম আদালতে আবেদন করে পুলিশ।
|
তফসিলিদের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘রাজীব গাঁধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট’-এর উদ্যোগে ১০দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির হচ্ছে রেলশহরে। শুক্রবার খড়্গপুরের প্রেমবাজারের মৈত্রী ভবনে প্রশিক্ষণ শুরু হয়েছে। দু’টি ধাপে ৪০ জন করে ৮০ জন তফসিলি জাতি ও উপজাতির যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয় দু’টি। প্রথমত নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠন, দ্বিতীয়ত পরিবেশ, স্থায়ী সম্পদ ও জীবনের মানোন্নয়ন। |
|