প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ফের অভিযানে নামল শিলিগুড়ি পুরসভা। সোমবার শিলিগুড়ির কয়েকটি বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কিলোগ্রাম প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করলেন পুরসভার পরিবেশ বিভাগের আধিকারিক-কর্মীরা।
শুধু বাজেয়াপ্ত করাই নয় বিক্রেতা এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এ দিন জরিমানা করেন তাঁরা। শিলিগুড়ি শহর প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত ঘোষণার পরেও সেই সুনাম নষ্ট করতে গুটি কয়েক ব্যবসায়ী আড়ালে তা ক্রেতাদের দিচ্ছেন বলে অভিযোগ পৌঁছয় পুরসভায়। সেই মতো এ দিন অভিযানে নামে পুর কর্তৃপক্ষ।
শহর প্লাস্টিক মুক্ত রাখতে এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন সচেতন বাসিন্দারাও। এ দিন দার্জিলিং মোড়, চম্পাসারি বাজার-সহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুরসভার দল। দোকানদারদের কেউ প্লাস্টিক ক্যারিব্যাগ দিচ্ছেন ধরা পড়লেই ৫০০ টাকা জরিমানা ধার্য করেছে তারা। বাসিন্দারা তা ব্যবহার করতে দেখলেই দাঁড় করিয়ে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের কাছ থেকে। ৪ টি দোকানদারকে এ দিন জরিমানা করা হয়েছে দোকানে প্লাস্টিকের ক্যারিব্যাগ রাখা বা খদ্দেরকে ওই ক্যারিব্যাগ দেওয়ার জন্য। ২ জন বাসিন্দাকেও সতর্ক করে তাদের জরিমানা করা হয়েছে বাবহার করার জন্য। পরিবেশ বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, “প্লাস্টিক ক্যারিব্যাগ শহরে অনেক দিনই নিষিদ্ধ হয়েছে। এ শহর প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত। অথচ অসাধু ব্যবসায়ীদের একাংশ চুপিসারে অনেক সময় প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের চেষ্টা করছেন। কড়া হাতে তা মোকাবিলা করা হবে।” পুর কর্তৃপক্ষ জানান, বারবার নিষেধ করার পরেও দোকানদার কেউ কথা না মানতে চাইলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
প্রয়োজনে দোকান সিল করে দেওয়া হবে। প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান লাগাতার চলবে বলেও তারা জানিয়ে দিয়েছেন। বাসিন্দাদের অনেকেই জানান, ব্যবসায়ী সমিতিগুলির মাধ্যমে কারবারিদের একাধিকবার পুরসভার তরফে সচেতন করা হয়েছে। তার পরেও কেউ নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ জরিমানা করে সঠিক কাজই করেছেন। |