অবশেষে শুরু হতে চলেছে উল্টোডাঙা উড়ালপুল সারানোর কাজ। এ বার কেএমডিএ নয়, কাজের দেখভালের জন্য ‘রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিসেস’ বা রাইট্স-কে অনুরোধ জানানো হচ্ছে। কেএমডিএ সূত্রে খবর, তিন-চার দিনের মধ্যেই ওই কাজের দরপত্র ছাড়া হবে। যে কোনও নির্মাণ সংস্থাই আবেদন করতে পারবে। তবে এ বার নকশা ও নির্মাণ কাজ করানো হবে এক সংস্থাকে দিয়েই। ৮ ফেব্রুয়ারি ভোরে ভিআইপি রোড-বাইপাস উড়ালপুলটির একটি অংশ খসে পড়ে। অভিযোগ ওঠে, তৈরির সময়ে উড়ালপুলের গার্ডারের বেয়ারিং ঠিকমতো না বসানোয় ওই দুর্ঘটনা। সে দিন থেকেই বন্ধ রয়েছে উড়ালপুলটি।
পুরনো খবর: উল্টোডাঙার উড়ালপুল ভেঙে খালে, আহত ৩
|
শোনা যাচ্ছে না জেরা, নালিশ মুন্নার উকিলের |
সিআইডি-র বিরুদ্ধে আদালতের নির্দেশ না-মানার অভিযোগ তুললেন তৃণমূল নেতা মহম্মদ ইকবাল ওরফে মুন্নার আইনজীবীরা। গার্ডেনরিচের গোলমালে পুলিশ খুন নিয়ে সোমবার আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে শুনানির সময় এই অভিযোগ ওঠে। ১৪ মার্চ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জেরার সময় মুন্নার উকিল থাকতে পারবেন বলে জানিয়েছিল আদালত। মুন্নার আইনজীবী অশোক মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায় এ দিন বলেন, সিআইডি ওই নির্দেশ মানেনি। মুন্নার আইনজীবী অরিন্দম দাসকে খবর দিয়ে সিআইডি তাদের দফতরে ডেকে পাঠালেও জেরার সময় তাঁকে অন্য ঘরে বসিয়ে রাখা হয়। অভিযুক্তের সঙ্গে তদন্তকারীদের কথাবার্তা সেখান থেকে শোনা যায়নি। মুন্নাকে ভাল ভাবে দেখাও যাচ্ছিল না। জেরার কোনও তথ্যও দেওয়া হয়নি তাঁকে। সরকারি আইনজীবী বলেন, “আদালতের নির্দেশ যথাযথ ভাবেই পালন করছেন তদন্তকারীরা।”
|
পুকুর থেকে মিলল এক বৃদ্ধার দেহ। সোমবার ভোরে, দমদমের ঘুঘুডাঙা এলাকা থেকে। মৃতের নাম রেবা দত্ত (৬৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এ দিন রেবাদেবীর দেহ পুকুরে ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন। তদন্তে পুলিশ জানতে পারে, রেবাদেবী এ দিন নিজের বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি। প্রাথমিক তদন্তে ওই বৃদ্ধার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে।
|
ভারতীয় জাদুঘর চত্বরের একাংশে আগুন লাগল। দমকল সূত্রে খবর, সোমবার বিকেলে জাদুঘরের পুকুর পাড়ের কাঠের স্তূপে আগুন লাগে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আধ ঘণ্টার চেষ্টায় তিনটি ইঞ্জিন আগুন নেভায়। |