ট্রেন থেকে পড়ে মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কেরল থেকে বাড়ি ফেরার পথে অন্ধ্রের কারেবী স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস থেকে পড়ে গিয়েছিলেন গলসির এক যুবক। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করে হাসপাতাল। যুবকের নাম রকি শেখ (২৪)। বাড়ি গলসির বড়দিঘিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় রাজমিস্ত্রী রকি কেরলে কাজ করতেন। ১৩ মার্চ ফেরার পথে করমণ্ডল এক্সপ্রেস থেকে পড়ে যান তিনি। তাঁর দাদা ইমদাদুল হক বলেন, “ঘটনার পরেই জিআরপি আহত রকিকে উদ্ধার করে। একের পর এক হাসপাতালে ভর্তি করানোর পরেও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে অ্যাম্বুল্যান্সে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। শনিবার রাতে বর্ধমান মেডিক্যালে পৌঁছনোর পরে তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল। |
একশো দিনের কাজে সফল পঞ্চায়েত সমিতি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
পুস্তিকা প্রকাশ। —নিজস্ব চিত্র। |
ব্লক সংসদ সভা হয়ে গেল কালনা ১ নম্বর পঞ্চায়েত ভবনে। সোমবার এই অনুষ্ঠানে ছিলেন কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, কালনা ১ নম্বর ব্লকের বিডিও অলিভিয়া রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি ও সদস্যেরা। সভায় গত আর্থিক বছরের (২০১২-১৩) নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত সমিতির কাজ নিয়েও আলোচনা হয়। ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীর সরকার বলেন, “এলাকায় এখনও বহু জায়গায় সেচের জল মেলে না। চাষিরা সমস্যায় পড়েন।” তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরে বাগনাপাড়া থেকে নান্দাই পর্যন্ত একটি রাস্তা প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য বারবার আবেদন করেও কোনো ফল হয়নি। তবে শান্তিবাবুর দাবি, “প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় রাস্তা ছাড়াও বহু উন্নয়নমূলক পরিকল্পনা চলতি বছরে রূপায়ণ করেছে পঞ্চায়েত সমিতি।” সমিতি সারা বছরে কী কী কাজ করেছে, তা নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। মহকুমাশাসক জানান, একশো দিনের প্রকল্পে ভাল কাজ করেছে এই পঞ্চায়েত সমিতি। |
তথ্যের অধিকার নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
যে কোনও মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে তথ্য জানার অধিকারকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি কর্মশালায় এসে এমনই বললেন রাজ্যের চিফ ইনফর্মেশন কমিশনার সুজিত সরকার। বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দু’দিনের ওই কর্মশালায় সুজিতবাবু বলেন, “আমরা প্রায়ই অভিযোগ পাই, বিশ্ববিদ্যালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে ছাত্র ছাত্রী বা অভিভাবকদের খালি হাতে ফিরতে হয় দিনের পর দিন। কর্মী বা আধিকারিকেরা তাঁদের প্রতি মনোযোগ দেন না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যাঁরা তথ্য জানাতে চাইবেন না, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” এই আলোচনা চক্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়র উপাচার্য স্মৃতিকুমার সরকার। এই আইনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন দূরশিক্ষা দফতরের ভারপ্রাপ্ত অধিকর্তা দেবকুমার পাঁজা। সভাপতিত্ব করেন সহ উপাচার্য ষোড়শীমোহন দা। |
স্কুলে বাড়ল শ্রেণিকক্ষ
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
ভবন উদ্বোধন। —নিজস্ব চিত্র। |
প্রাথমিক স্কুলে দ্বিতল ভবনের দু’টি শ্রেণি কক্ষের উদ্বোধন হল সোমবার। মন্তেশ্বর পিপলন প্রাথমিক বিদ্যালয়ের ওই শ্রেণি কক্ষের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ। স্কুল সূত্রে জানা গিয়েছে, শ্রেণী কক্ষ দু’টি তৈরি করতে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। এর মধ্যে ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েছে জেলা সর্বশিক্ষা মিশন। বাকি ৪০ হাজার টাকা গ্রামবাসীদের আর্থিক সাহায্যে এসেছে। প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র হাজরা বলেন, “শ্রেণী কক্ষ দু’টি চালু হওয়ায় আর ছাত্রছাত্রীদের বসার ঘরের অভাব হবে না। এ দিন ছিলেন জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) সুকুমার রায়, মন্তেশ্বরের এসআই সৌমেন সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি চাঁদু দাস-সহ অনেকে।
|
কাটোয়া
এইডস সচেতনতা শিবির। সুদপুর। সকাল ১০টা। উদ্যোগ: জাতীয় সেবাপ্রকল্প, কাটোয়া কলেজ।
ক্রিকেট প্রতিযোগিতা। কলেজ মাঠ। সকাল ১০টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা। |