টুকরো খবর
দরপত্রে পক্ষপাতিত্ব, বিক্ষোভ জেমারিতে
নিয়োগের দরপত্র ডাকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রানিগঞ্জের জেমারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা। সিপিএম পরিচালিত এই পঞ্চায়েতের একমাত্র বিরোধী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য দেবরাজ মিশ্র জানান, একটি পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েত তরফে একটি দরপত্র ডাকা হয়। ১৫ মার্চ ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। দেবরাজবাবুর অভিযোগ, বিধি মেনে, বিরোধী দল নেতা হিসেবে তাঁকে কিছু জানানো হয়নি। এরপর দেখা যায়, দরপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথ মণ্ডল নামে এক ঠিকাদার ছাড়া কেউ দরপত্র জমা দেননি। পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথবাবুকে তা জানিয়েও দেন। কিন্তু দেখা যায়, ১৫ তারিখের পর রবীন্দ্রনাথবাবুর জায়গায় অন্য আর একজনকে কাজের বরাত দেওয়া হয়েছে। দেবরাজবাবু বলেন, “সোমবার পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখি, যাকে কাজ দেওয়া হয়েছে তাঁর আবেদনপত্রে একটি তারিখ কেটে অন্য তারিখ লেখা আছে। আমরা কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছি। বিডিওর মাধ্যমে পুনর্বার দরপত্র ডাকা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।” প্রধান নিমাই গোপ জানান, নিয়ম মেনেই দরপত্র ডাকা হয়েছে। কাউকে পক্ষপাতিত্ব করা হয়নি। বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বিক্ষোভে বন্ধ ট্রেন চলাচল
জনজাতি আদিবাসী সংগঠনের বিক্ষোভের জেরে প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকল রেল চলাচল। সোমবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মেন লাইনের ঘটনা। সকাল পৌনে ৬টা থেকে প্রায় ১১টা পর্যন্ত ঝাড়খণ্ডের জামতাড়া ও চিত্তরঞ্জনের মাঝখানে গোদমা হল্ট স্টেশনে অবরোধ চলে। পরে দুমকা পুলিশের ডেপুটি কমিশনার চন্দ্রশেখর ঘটনাস্থলে গেলে অবরোধ তুলে নেওয়া হয়। জনজাতি আদিবাসী সংগঠনের সদস্য সমর্থকদের দাবি, তাঁদের তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত তালিকায় আনতে হবে এবং সবরকমের সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। অবরোধের জেরে কলকাতা-যশিডি, আসানসোল-যশিডি ও অন্ডাল-যশিডি তিনটি প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়। হাওড়া অমৃতসর মেলও মধুপুর স্টেশনে দু’ঘন্টা আটকে পড়ে। ঝাঁঝা স্টেশনে থমকে যায় হাওড়ামুখী জনশতাব্দী এক্সপ্রেসও। এরপরে সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থলে যান দুমকা পুলিশের ডেপুটি কমিশনার চন্দ্রশেখর। তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন, দ্রুত তাঁদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বসিয়ে দাবিগুলি আলোচনা করা হবে।

নির্দেশিকায় বদল চেয়ে বিক্ষোভ
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী প্রার্থীদের জন্য সরকারি নির্দেশের বদল চেয়ে জেলাশাসককে চিঠি দিল রানিগঞ্জ ব্লক কংগ্রেস। শুক্রবার একই দাবিতে রানিগঞ্জ বিডিও-র কাছে বিক্ষোভ দেখায় তারা। দলের ব্লক কমিটির সভাপতি অনল মুখোপাধ্যায় জানান, এত দিন পঞ্চায়েত প্রধান তফশিল জাতি ও উপজাতি শংসাপত্র দিতেন। সেই শংসাপত্র বিডিও-র হাতে জমা দিলেই প্রার্থী হওয়া যেত। তবে তা নির্বাচন পর্যন্ত বৈধ থাকত। কিন্তু এ বার ব্লক প্রশাসনের তরফে সব দলকে জানানো হয়েছে, তিন কপি পাসপোর্ট মাপের ছবি এবং গেজেটেড অফিসারকে দিয়ে তা প্রত্যয়িত করাতে হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের পরিচয়পত্র, বিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ও জন্ম তারিখের সঙ্গে পরিবারের পরিচয়পত্র জমা দিতে হবে। ১৯৫০ সালের আগে থেকে যাঁরা বাস করছেন, বাসস্থানের দলিল ছাড়াও সাক্ষী হিসাবে পাঁচ জন ভোটারের শংসাপত্রের প্রত্যয়িত নকল জমা দিতে হবে তাঁদের। অনলবাবুর বক্তব্য, “যিনি পড়াশুনা করেননি, অ্যাডমিট কার্ডের বদলে তিনি কী জমা দেবেন, তার উল্লেখ নেই। ১৯৫০ সালের পরে যারা কাজের সূত্রে এলাকায় বাস করছেন, তাঁরাই বা কী জমা দেবেন তারও কোনও উল্লেখ নেই নির্দেশে। বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্যই এমন বিধি হয়েছে।” বিডিও পার্থপ্রতীম সরকার জানান, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।

পাট্টা চেয়ে বিক্ষোভ
ভূমিহীনদের বাস্তুজমি পাট্টা দেওয়ার দাবিতে অন্ডাল ব্লক অফিসে বিক্ষোভ দেখাল তৃণমূল প্রভাবিত অন্ডাল ভূমিহারা কমিটি। বিক্ষোভ শেষে তাঁরা বিডিওর হাতে দাবিপত্র তুলে দেন। সংগঠনের নেতা অক্ষয় গোপ জানান, কাজোড়া গ্রামে ৫০জন আদিবাসী দীর্ঘ দিন সরকারি খাস জমিতে বসবাস করছেন। তাঁদের ‘নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে’ পাট্টায় জমি দেওয়ার দাবিতে এই বিক্ষোভ। বিডিও অনিন্দিতা দে জানান, সংশ্লিষ্ট ঊধ্বর্র্তন কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পাঠানো হবে।

পানাগড়ে মন্দিরে চুরি
মন্দিরের প্রণামী বাক্সে জমা নগদ ও বিগ্রহের গয়না হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার পানাগড়ের রনডিহা মোড়ের কাছে একটি মন্দিরের ঘটনা। সকালে ঘটনার কথা জানাজানি হলে পুলিশ আসে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ধৃত ২১
পুলিশের উপরে হামলার ঘটনায় ২১ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার পুলিশের বোর্ড সাঁটানো গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যুর পরে আমরাইয়ে অশান্তি বাধে। মৃত কিশোরের নাম সৌরভ পাল (১৩)। জনতার ছোড়া ইটে এক পুলিশ জখম হন।

সন্ত্রাস রুখতে কীর্তনীয়া
সন্ত্রাস ও হানাহানি বন্ধের প্রচার করতে পাঁচটি গ্রামের ১৩ জন কীর্তনীয়া জামুড়িয়ার চকতুলসি গ্রাম থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হলেন সোমবার। চকতুলসী, হিজলগড়া, পাথরচুড়, নতুন ও পুরনো জামশোলের ১৩ জন কীর্তনীয়া এই দলে আছেন। তাঁরা হেঁটেই মায়াপুর যাবেন বলে জানিয়েছেন।

কোথায় কী
দুর্গাপুর

‘ক্র্যাফ্ট বাজার’। গাঁধী ময়দান। সকাল ১১টা। উদ্যোগ: নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফ্টস
অ্যান্ড হ্যান্ডলুমস ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। চলবে ২০ মার্চ পর্যন্ত।

ভলিবল প্রতিযোগিতা। বিকাল ৫টা। টিএসি মাঠ। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।

ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সংস্থার প্রাঙ্গন। সকাল ৯টা। উদ্যোগ: সেইল আবাসন
কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, দুর্গাপুর। চলবে ২৩ মার্চ পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.