দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার ৩৬ রানে হারাল কল্পতরু ক্লাবকে। প্রথমে সেন্টার ৩৫ ওভারে ২২৮ রান করে। তাদের কৌশিক দাস করেন ৪৭ রান, জয়নারায়ণ সাউ করেন ৪৬ রান ও নির্মল মণ্ডল করেন ২৮ রান। কল্পতরুর ইন্দ্রজিৎ দত্ত ৪৮ রানে ৩ উইকেট ও সুব্রত চক্রবর্তী ৪৩ রানে ৩ উইকেট দখল করেন। পরে কল্পতরু ৩৫ ওভারে ১৯২-৮ রান করে। তাদের অভিজিৎ দাস করেন ৩৯ রান ও সুব্রত চক্রবর্তী করেন ৩০ রান। সেন্টারের শৌভিক পাল ৩০ রানে ৩ উইকেট নেন।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার সোমবার আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল আসানসোল সিএ। তারা কেবিসি একাদশকে ৭৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সব উইকেট হারিয়ে ২১১ রান করে। জবাবে ১৩৪ রানেই শেষ হয়ে যায় কেবিসি। সর্বোচ্চ ৮৬ রান করেন বিজয়ী দলের মহম্মদ সামিম।
|
আন্তঃমহকুমা সিনিয়র ভলিবলে খেতাব জিতল বর্ধমান সদর। তারা ফাইনালে দুর্গাপুরকে ৩-১ সেটে হারায়। সেমিফাইনালে বর্ধমানের কাছে কাটোয়া ও দুর্গাপুরের কাছে আসানসোল হারে। ভাতারের গ্রামডিহি পাঠাগারের মাঠে প্রতিযোগিতা হয়।
|