অফিসের কাজে কলকাতায় এসে সব হারিয়ে অনশনে বসলেন আমদাবাদের এক বাসিন্দা। হারিয়ে যাওয়া জিনিস উদ্ধারের দাবিতে হোটেলের সামনে শনিবার গভীর রাত পর্যন্ত অনশন চালিয়ে যান।
অনশনরত জ্যাকব জর্জের দাবি, ৯ মার্চ কলকাতা এসেছিলেন। উঠেছিলেন নিউ মার্কেটের হোটেল লিন্ডসে-এর ৩০৭ নম্বর ঘরে। তাঁর অভিযোগ, ১১ মার্চ সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর ঘরের দরজা খোলা। ঘর পুরো অগোছালো। তার কোনও জিনিস ঘরে নেই। |
হোটেলের সামনে অনশনরত জ্যাকব জর্জ। —নিজস্ব চিত্র |
হোটেলের নিরাপত্তারক্ষীদের জানানোর পরে নিউ মার্কেট থানাতেও অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে, দেখা যায় আনুমানিক ২২ বছর বয়সী এক যুবক তার ব্যাগ কাঁধে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন। এই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।
জ্যাকব পেশায় বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। তাঁর ল্যাপটপে ৮০০ কোটি টাকার তথ্য রয়েছে বলে দাবি করেন। হোটেল কর্তৃপক্ষ এবং পুলিশ তাঁকে নতুন ল্যাপটপের কিনে দেওয়ার কথা বললে তিনি রাজি হননি। তিনি ওই পুরনো ল্যাপটপটির দাবিতেই অনড় থাকে।
পুলিশের পক্ষ থেকে তাঁর সংস্থার অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। |