টুকরো খবর
আসন নিয়ে তথ্য দিল প্রশাসন
জেলার ২৭৭টি পঞ্চায়েতের ৪০৬৫টি আসনের মধ্যে ২৯৯২টি সংরক্ষিত। সাধারণ আসন ১০৭৩টি। সংরক্ষিত আসনগুলির মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত ১৯৬৩টি। তফসিলি উপজাতির মহিলাদের জন্য ১৩৬, তফসিলি জাতির জন্য ৫৯৭, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১৬৩টি আসন রয়েছে। অন্যদিকে ৩১টি পঞ্চায়েত সমিতির ৭৯৯টি আসনের মধ্যে ১৯৯টি সাধারণ। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৩৮২। ২৮টি আসন তফসিলি উপজাতি মহিলাদের, ১২৫টি তফসিলি জাতির মহিলাদের ও ২৮টি আসন পিছিয়ে পড়া মহিলাদের জন্য সংরক্ষিত। জেলা পরিষদের ক্ষেত্রেও ৭৫টির ভেতর ৩৮টি আসন সাধারণ। তার মধ্যে ১৯টি মহিলাদের জন্য সংরক্ষিত। তিনটি আসন তফসিলি উপজাতি, ১৩টি আসন তফসিলি উপজাতি ও দুটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। শুক্রবার বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা এই খবর জানিয়েছেন। জেলাশাসক আরও জানান, ৪৭৮১টি মূল কেন্দ্র ও ১৩টি অগজিলিয়ারি কেন্দ্রে ভোট নেওয়া হবে। গত ৫ জানুয়ারি প্রকাশিত তালিকা অনুসারে জেলায় ভোটার সংখ্যা ৩৬,৮১,০২৬।

প্রশিক্ষণ শিবির
বিনা খরচে হাতের কাজের প্রশিক্ষণ শিবির শুরু হল অন্ডালে। অন্ডালের বাঁকোলা স্টাফ রিক্রেয়শন ক্লাবে ইসিএলের সিএসআর প্রকল্পে শুক্রবার এই শিবিরের উদ্বোধন করলেন ইসিএলের সিএমডি রাকেশ সিংহ। সংস্থার ডিপি সুশীলকুমার শ্রীবাস্তব জানান, এই শিবিরে একশো জন মহিলাকে স্বয়ম্ভর হওয়ার কাজকর্ম শেখানো হবে। একমাস ধরে শিবির চলবে।

দোকানে চুরি
একটি মোবাইলের দোকানের অ্যাসবেস্টসের ছাদ ভেঙে বেশকিছু সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার রানিগঞ্জের জেকে নগর বাজারের ঘটনা। দোকানের মালিক অনিল সিংহ নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, সকালে তিনি দোকান খুলে দেখেন দোকানের ছাদ ফুটো। উধাও বেশকিছু মোবাইল-সহ অন্যান্য সামগ্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.