বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ক্রিকেট লিগে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ও মিলনী সঙ্ঘ মুখোমুখি হচ্ছে রবিবার। গত দু’বার কল্যাণই জিতেছিল। মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, দুই দলই এ বার এক ঝাঁক বর্তমান ও প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে মাঠে নামাচ্ছে। রয়েছেন রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারেরাও। জেলা ক্রীড়া সংস্থার খবর, কল্যাণ নামাচ্ছে রঞ্জি তারকা সৌরাশিস লাহিড়ি ও চিরঞ্জিত সিংহকে। মিলনী মাঠে নামাচ্ছে জয়জিত্ বসু, শিবশঙ্কর পালকে। থাকছেন অরিন্দম দাস, অরিত্র চট্টোপাধ্যায়, প্রিয়ংকর মুখোপাধ্যায়, রানা চৌধুরী প্রমুখ।
|
আট বছর পর শুক্রবার থেকে শুরু হল কাটোয়া মহকুমা ক্রিকেট লিগ। কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত এই লিগের প্রথম দিনের খেলায় সুকান্ত স্মৃতি সঙ্ঘ হারায় ঝঙ্কার ক্লাবকে। কাটোয়া কলেজ মাঠে সুকান্ত প্রথমে ব্যাট করে ১৩৯ রান করে। ঝঙ্কার ৭৪ রানে সব উইকেট হারিয়ে ফেলে। কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থা জানায়, দলের অভাবে ৮ বছর ধরে মহকুমা লিগ হয়নি। গত বছর জুন মাস থেকে সিএবি কোচিং ক্যাম্প শুরু করেছে। নতুন খেলোয়াড় উঠে আসায় ক্লাবগুলিও দলগঠনে আগ্রহী হয়েছেন। ক্লাবের কর্তারা জানান, পরের বছর লিগের মরসুম আগে শুরু হলে ভাল হয়।”
|
জয়ী বিবেকানন্দ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ৭৬ রানে হারাল তেওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। প্রথমে বিবেকানন্দ ২৮.৪ ওভারে করে ১৭৭ রান করে। জবাবে সাথী সঙ্ঘ ২৬.৩ ওভারে ১০১ রানে অল আউট হয়ে যায়।
|
হারল কালনা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটে হুগলি মহসিন কলেজ ৬ উইকেটে হারাল কালনা কলেজকে। প্রথমে কালনা ৩২ ওভারে করে ১৪২ রান করে। হুগলি মহসিন ২৭.২ ওভারে করে ১৪৩-৬ রান। অপর ম্যাচে কবি সুকান্ত মহাবিদ্যালয় ২০ রানে হারায় বাঁকুড়া সম্মিলনী কলেজকে।
|
হারল হরিপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল রঘুনন্দন এমসিসি। শুক্রবার রেলমাঠের খেলায় তারা হরিপুর এসসিকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ১০৩ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রঘুনন্দন। এই প্রতিযোগিতার আসানসোল স্টেডিয়ামের খেলায় সাঁকতোড়িয়া মর্নিং আসানসোল সিসিকে ১২১ রানে হারায়। প্রথমে ব্যাট করে সাঁকতোড়িয়া ৮ উইকেট হারিয়ে ২১১ রান করে। জবাবে আসানসোল ৯০ রানেই গুটিয়ে যায়। সর্বোচ্চ সাতটি উইকেট নিয়েছেন বিজয়ী দলের ইন্দ্রজিত্ হাজরা।
|
জয়ী জিবিএসসি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল জিবিএসসি। রনাই মাঠে হিরাপুর ওয়াইসিকে তারা ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হিরাপুর ৯৭ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় জিবিএসসি। খেলার সেরা বিজয়ী দলের রঞ্জিত পাসোয়ান। |