টুকরো খবর
ছাত্রী পাচারে অভিযুক্ত ধৃত
বিয়ের টোপ দিয়ে একাদশ শ্রেণির ছাত্রীকে দিল্লিতে পাচারের চেষ্টার অভিযোগে এক যুবককে পুলিশের হাতে তুলে দিল বাসিন্দারা। বুধবার রাতে কেচবিহার কোতোয়ালি থানার পুন্ডিবাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধৃতের নাম তোফাজ্জ্বল হোসেন। তার বাড়ি দিনহাটায়। পুন্ডিবাড়ির বরবাংরস এলাকার বাসিন্দা তথা দিনেশ্বরী হাইস্কুলের ওই ছাত্রীর সঙ্গে এলাকার এক পরিচিতের মাধ্যমে মাস চারেক আগে পরিচয় হয় অভিযুক্তের। কয়েকদিন আগে বিয়ের টোপ দিয়ে ওই ছাত্রীটিকে সে শিলিগুড়িতে এক মহিলার বাড়িতে তোলেন। সেখানে কয়েক বার তাকে মদ্যপানের জন্য জোরাজুরি করা হয়। অভিযুক্তের টেলিফোনের কথাবার্তায় কিশোরী বুঝতে পারে তাকে পাচারের চেষ্টা হচ্ছে। অভিযুক্তের নজর এড়িয়ে কিশোরী কোচবিহারে চলে আসেন। বাবার অসুস্থতার কথা বলে যুবককে কোচবিহারে আসতে বলে কিশোরী। কোচবিহারে অভিযুক্ত ফের গেলেই বাসিন্দারা তাকে পুলিশের হাতে দেন।

শ্লীলতাহানির নালিশ
দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার নন্দনগ্রাম এলাকায়। স্থানীয় শিবরামপুর হাইস্কুলের ছাত্রী ওই কিশোরী এ দিন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশের একটি মাঠে গিয়েছিল। সেইসময় প্রতিবেশী এক ব্যক্তি তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে পরিবারের লোকজন সেখানে গিয়ে হাজির হলে অভিযুক্ত পালায়। পুলিশে অভিযোগ জানানো হলে অভিযুক্ত কিশোরীকে ধর্ষণ ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ। ইটাহার থানার পুলিশ পরিবহণ কর্মী ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

বিডিও-র বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা
আদালত অবমাননার অভিযোগে এক বিডিও-র নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতের বিচারক দেবাশিস চৌধুরী ওই নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, বিডিও’র নাম রবীন্দ্রনাথ মিশ্র। বর্তমানে তিনি মুর্শিদাবাদের ডোমকলের বিডিও। ২০০৭ সালে গঙ্গারামপুরে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক পদে থাকার সময় তাঁর নামে জমি রেকর্ড সংশোধনে জালিয়াতি করার অভিযোগে মামলা হয়। ওই মামলায় বারবার সমন পেয়েও তিনি আদালতে যাননি বলে অভিযোগ। পরে মামলাটির নিষ্পত্তির আবেদন জানিয়ে উচ্চ আদালতে যান অভিযোগকারী তথা প্রাথমিক শিক্ষক শ্রীধর ঘোষ।

বিস্ফোরণে আতঙ্ক
চাষের কাজে জমির আগাছা পুড়িয়ে সাফ করার সময় বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের তিওড় এলাকা। বৃহস্পতিবার সকালে তিওড় কালীবাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ঘোলাখাঁড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের পাশাপাশি হিলি থেকে বিএসএফ আধিকারিকেরা প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। সেখানে আরও ৭টি তাজা বোমা উদ্ধার হয়। অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দর্জি বলেন, “জমির আগাছায় ধরানো আগুনের তাপে একটি বোমা ফেটে যায়। সেখান থেকে ৭টি দেশি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” এদিন সকাল ৮টা নাগাদ এলাকার কৃষক উত্তম লাহা খাঁড়ি লাগোয়া জমিতে চাষের জন্য জমিতে আগাছায় আগুন ধরিয়ে চলে আসেন।

নেতা খুনে ধৃত দুই
কোচবিহারের ছাত্র পরিষদ নেতা রাজা দত্তের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম বিশ্বজিৎ ধর, সুজয় দাস। বাড়ি ওই এলাকাতেই। দু’জনই রাজার পরিচিত বলে পুলিশ জানিয়েছে। গত ৭ মার্চ চিলাপাতার জঙ্গল থেকে রাজার গলা কাটা দেহ উদ্ধার হয়। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বিষক্রিয়ায় মৃত্যু
বিষক্রিয়ায় বুধবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম বুদরাই হেমব্রম (৪২)। বাড়ি ইসলামপুরের গুঞ্জুরিয়ায়। তিনি দিনমজুরির কাজ করতেন। পারিবারিক গোলমালে ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে অনুমান।

কৃষক দিবস পালিত
উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক কৃষি দফতরের উদ্যোগে বৃহস্পতিবার দিনভর পালিত হল কৃষক দিবস। এদিন ব্লকের চাষিদের উন্নত প্রযুক্তিতে ফসল ও শাকসবজি চাষের ব্যাপারে পরামর্শ দেন কৃষি দফতরের কর্তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.