অবৈধ ভাবে নির্বাচিত হয়েছেন অভিযোগে নান্টু পালকে চেয়ারম্যান পদে মানতে নারাজ বাম এবং কংগ্রেস উভয়েই। বৃহস্পতিবার বিরোধী দলনেতা নুরুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন অবৈধভাবে নির্বাচিত হওয়ায় নান্টু পালকে তাঁরা মানবেন না। এমনকী তাঁর নেতৃত্বে পুরসভার কোনও বৈঠকে বাম কাউন্সিলররা যোগ দেবেন কি না তা নিয়েও তারা দলের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করবেন। চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার কথা আগেই জানিয়েছেন তারা। তৃণমূলের উপর চাপ বাড়িয়ে এ দিন পুরসভার চেয়ারম্যান পদ দাবি করেছে কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার এ দিন বলেন, “আমরা আলোচনার জন্য সব সময়ই দরজা খুলে রেখেছি। জোটের ধর্ম মেনে চেয়ারম্যান পদ আমাদের দিতে হবে।”
তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এ দিন বলেন, “তাদের কাউন্সিলররা যে যেই মেয়র পারিষদের পদে ছিলেন তাদের পুনর্বহাল করতে হবে। তবেই জোট নিয়ে আলোচনা হতে পারে। কারও কোনও শর্তে তারা আলোচনায় বসবেন না। যাঁরা সংখ্যা লঘু হয়েও মেয়র পারিষদদের সরিয়ে দিয়েছেন তারাই ভাবুন কী করবেন।” তবে আলোচনায় তারা বসবেন কি না দলের সঙ্গে আলোচনার পরেই তা তিনি জানাবেন। জেলা কংগ্রেসের তরফে ইতিমধ্যেই দলত্যাগী নান্টু পালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আলাদতের দ্বারস্থ হয়েছেন তারা। পাশাপাশি কোরাম না করে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। গৌতমবাবু এ দিন দাবি করেন, নির্বাচনী বৈঠকে কোরাম দরকার বলে নির্দিষ্ট কিছু বলা নেই। তাঁর পাল্টা অভিযোগ, “কংগ্রেস বারবার সিপিএমের সঙ্গে সুর মেলাচ্ছে। এমনকী সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও বামেদের সুবিধা করে দিতে মহকুমা পরিষদে স্থায়ী কমিটি নিতে আগ্রহী নয়। সেগুলি বামেদের হাতেই রয়েছে। বদলে পুরসভায় বামেরা তাদের সাহায্য করছে। রামধনু জোট গড়ছে তারা।” অতীতে নান্টুবাবু তৃণমূলে থাকার সময়ই তাঁকে কংগ্রেস দলে নেয়। তা হলে এখন তৃণমূলের নৈতিকতা নিয়ে কংগ্রেস প্রশ্ন তুললে তখন তারা তা ভাবেননি কেন সেই প্রশ্ন তুলেছেন গৌতমবাবু।
ডেপুটি মেয়র পদ থেকে সরে গেলেও এ দিন পুরসভায় তার সদ্য ছেড়ে আসা দফতরে আসেন রঞ্জন শীলশর্মা। তিনি জানান, মোবাইল ফোন এবং ব্যক্তিগত কিছু কাগজ রেখে গিয়েছিলেন বলেই এ দিন নিতে এসেছেন। অন্য দিকে, মেয়র পারিষদ পদে কেউ না থাকায় এ দিন পুরসভা ঢুকে সমস্ত দফতর ঘুরে দেখেন মেয়র গঙ্গোত্রী দত্ত। কর্মী-আধিকারিকদের কোনও রকম সমস্যা হলে তাঁকে জানাতে বলেন। এ মাসেই পুরসভার বাজেট অধিবেশন। অথচ তার আগে পুরবোর্ডের এই ডামাডোল পরিস্থিতেতে সেই কাজ ব্যহত হয়ে পড়েছে। মেয়র এ দিন বলেন, “নিয়ম মেনেই বাজেট পেশ করা হবে। আশা করি শহরের পরিষেবা এবং উন্নয়নের স্বার্থে বাজেট পাস হবে।” |