মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে বৃহস্পতিবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) চেয়ারম্যানের পদ থেকে তৃণমূলের বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বিমানে রুদ্রনাথবাবুও কলকাতায় গিয়েছেন। দলীয় সূত্রে খবর, এ বার উত্তরবঙ্গে এসে রুদ্রনাথবাবুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে যাওয়ার পরেই তিনি তাঁকে ডেকে কৈফিয়ত তলব করেন। সেখানে রুদ্রনাথবাবুর যুক্তি ছিল, তাঁকে অন্ধকারে রেখেই কিছু কাজ হয়েছে। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী অবশ্য সন্তুষ্ট হননি। তার পরেই রুদ্রনাথবাবুর স্থলাভিষিক্ত করা হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে। তবে রুদ্রনাথবাবু শিলিগুড়ির বিধায়ক হিসেবে এসজেডিএ-এর সদস্য হিসেবে বহাল রয়েছেন। রুদ্রনাথবাবুকে কেন সরানো হল, তা নিয়ে সরকারি তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই প্রসঙ্গে রুদ্রনাথবাবুর কোনও বক্তব্যও জানা যায়নি। তাঁর মোবাইল বেজে গিয়েছে। তাঁর স্ত্রী তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষা সঙ্গীতা ভট্টাচার্য অবশ্য বলেছেন, “উনি (রুদ্রনাথবাবু) কখনও কোনও খারাপ কাজ করেছেন বলে মনে করি না। কাজেই সে জন্য কারও বিরাগভাজন হয়েছেন বলেও ভাবতে পারছি না। মানুষের জন্যই কাজ করেছেন ও করবেন।” |
|
|
গৌতম দেব |
রুদ্রনাথ ভট্টাচার্য |
|
গত দেড় বছরের মধ্যে ত্রিফলা আলো, জোড়াপানি নদীর মাটি সংস্কার, গোটা শহরে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বসানো, একাধিক এলাকায় শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজে অন্তত ২০ কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। যা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীও একাধিকবার দলের বৈঠকে ‘ক্ষোভ ও উদ্বেগ’ প্রকাশ করেছেন। গৌতমবাবু অবশ্য এই দিন এই সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি। নতুন দায়িত্ব সম্পর্কে তাঁর বক্তব্য, “এটা গুরুদায়িত্ব। আমি যথাসাধ্য চেষ্টা করব।”
তৃণমূলের অন্দরের খবর, দীর্ঘদিন ধরেই এসজেডিএ-এর নানা কাজে টাকা অপচয়, নির্দিষ্ট দু’জন ঠিকাদারকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে দলের নেতা-কর্মীদের একাংশ সরব। মাস ছ’য়েক আগে এসজেডিএ-এর সদস্য তথা তৃণমূল নেত্রী জোৎস্না অগ্রবাল টেন্ডার কমিটি থেকে ইস্তফা দেন। এর পরে কেন বিনা টেন্ডারে প্রায় ৯ কোটি টাকা খরচ করে জোড়াপানি নদীর মাটি কাটার কাজ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে। তখনও রুদ্রনাথবাবুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। রুদ্রনাথবাবুর দাবি ছিল, তাঁকে অন্ধকারে রেখে ওই কাজ হয়েছে। তিনি তদন্ত কমিটিও গড়েন।
এ দিন রুদ্রনাথবাবুকে অপসারণের পরে এসজেডি-এর প্রাক্তন চেয়ারম্যান বামফ্রন্টের জেলা আহ্বায়ক নেতা অশোক ভট্টাচার্য বলেন, “রুদ্রনাথবাবুর আমলে ত্রিফলা আলো বসানোর নামে কয়েক কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ রয়েছে। জোড়াপানি নদী সংস্কার, সিসিটিভি বসানো সহ নানা কাজেও বহু কোটি টাকা নয়ছয়ের অভিযোগ শুনেছি।” তবে তিনি মনে করেন, চেয়ারম্যানকে সরালেই সরকারের দায়িত্ব ফুরোয় না। তাঁর কথায়, “আশা করব, নতুন চেয়ারম্যান সব অভিযোগ নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন। না হলে পুরোটাই ‘গট-আপ’ বলে মনে হতে পারে।” |